Header Ads

মারপিটের ঘটনায় গুরুতর জখম একঃ মামলার এক সপ্তাহ পরেও অভিযুক্ত আসেনি পুলিশের হাতে

নয়াঠাহর প্রতিবেদন, শিলচর : বিহাড়ায় একটি মারপিটের ঘটনার এক সপ্তাহ পরেও অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় নি পুলিশ। অভিযুক্ত এক সপ্তাহ থেকেই খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে। এরই প্রতিবাদে সোমবার আক্রান্তের মা সঞ্জিতা রানী দত্ত, বিহাড়া সেবাশক্তি ক্লাব, জিপি সভানেত্রীর প্রতিনিধি জয়দীপ দেব সহ এলাকার পুরুষ ও মহিলাদের নিয়ে বিহাড়া আউট পোস্টে জমায়েত হন। তারা অতি শীঘ্রই অভিযুক্ত তপন দেবকে গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, বিহাড়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জয়দীপ দত্ত নিকটাত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাবার পথে গত ৫ জুলাই রাত সাড়ে দশটা নাগাদ আক্রোশবশতঃ অভিযুক্ত তপন দেব জয়দীপের উপর আক্রমণ করে। এনিয়ে তপন দেবকে অভিযুক্ত করে গত ৬ জুলাই বিহাড়া আউট পোস্টে এক এজাহার দায়ের করেন জয়দীপ দত্তের ভাই বিশ্বজিৎ দত্ত । তপন দেব কর্তৃক লোহার রড দ্বারা অতর্কিত আক্রমণে গুরুতর ভাবে জখম হয় জয়দীপ দত্ত। অভিযুক্ত তপন জয়দীপের বাম পা ভেঙে ফেলে। জয়দীপের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জয়দীপকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালে জয়দীপ দত্তের চিকিৎসা চলছে। পনের-বিশ দিন আগে পক্ষাঘাতে বছর পয়ত্রিশের অরেক পুত্রকে হারানো মা সঞ্জিতা রানী দত্ত বড় ছেলে জয়দীপের উপর প্রাণঘাতী আক্রমণ করা তপন দেবকে অতিসত্তর গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের নিকট করুন আর্জি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.