Header Ads

হিল ৪ টি স্টেশনে রেলের ভ্যাকসিন ক্যাম্প


সুব্রত দাস, বদরপুর : করোনা মহামারীতে রেলওয়ে বিভাগ বিশেষ গুরুত্ব নিয়ে করোনার মোকাবিলার কাজ করে যাচ্ছে। সেই পরিপেক্ষিতে বদরপুর থেকে সোমবার সকালে বিশেষ এক ভ্যাকসিন ট্রেন Vow Express স্টাফ ভ্যাকসিনেসন উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রেন সকাল ৬ টা ১৫ মিনিটে বদরপুর থেকে ছাড়ে। এতে প্রায় ২০ জনের অধিক রেলের মেডিকেল কর্মীরা 

উপস্থিত ছিলেন । সেই ট্রেন হিল স্টেশন নিউ হাফলং,জাটিঙ্গা,নিউ হারেঙ্গাজাও,ডিটেকছড়া স্টেশনে ক্যাম্প করে রেলওয়ে স্টাফদের ভ্যাকসিন দেওয়া হয়। রাজ্যে সরকার থেকে ভ্যাকসিন ও স্বাস্থ্যকর্মী দিয়ে সাহায্যে করেছে বলে জানান বদরপুর রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর সমির কুমার শুর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.