Header Ads

করোনার মধ্যেও রথের চাকা গড়াল পুরিতে

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ করোনার সংক্রমণের মধ্যেও পুরির সুবিখ্যাত রথের চাকা গড়াল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার রথ টানেত নির্দিষ্ট সংখ্যক সেবায়েত ছাড়াও কয়েক হাজার বাইরের মানুষ শোভাযাত্রায় ঢুকে পরে বলে অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভ্যাকসিন নেওয়া ৩০০ সেবায়েত, ১০০ অফিসারদের উপস্থিতিতে রথ যাত্রার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু মানুষ ব্যাপকহারে কোভিড বিধি  ভঙ্গ  করেছে  রাাবলে অভিযোগ পাওয়া গিয়েছে।625 বছরের পশ্চিমবঙ্গর মাহেশ এর রথ এবার করোনা  পরিস্থিতি র জন্যে হল না।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.