Header Ads

জন্মদিনে শুভেচ্ছা জানাতে সৌরভের বাড়িতে মমতা

কলকাতা : কলকাতার মহারাজার ৪৯তম জন্মদিনে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেহালার  বাড়িতে শুভেচ্ছা জানাতে যান।  মমতা সঙ্গে করে মিষ্টি নিয়ে যান।  ক্রিকেট দলের ক্যাপ্টেন সৌরভ   গঙ্গোপাধ্যায়  সিল্কের শাড়ি দিয়ে মুখ্যমন্ত্রীকে  সম্মান জানান। রাত ১২টার পর সৌরভ জন্মদিনের কেক কাটেন পত্নী ডোনা   স্বামীর মুখে কেকের টুকরো তুলে দেন।  মুখ্যমন্ত্রী   প্রায় ৪৫  মিনিট সৌরভের বাড়িতে ছিলেন। আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মমতা। সৌরভের সঙ্গে  বহুদিনের সুসম্পর্ক  মমতার। এই ৪৫ মিনিটে রাজনীতির কথা হয়েছিল কিনা জানা যায়নি।  ভারতের আর এক ক্যাপ্টেন   সচিন টেন্ডুলকার বাংলাভাষাতে টুইট করে লিখেছেন সুস্বাস্থ্য ও সুখী বছর কামনা করলাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.