Header Ads

"তেল মন্ত্রী তেলি" নিজেই একথা বলেন, কোভিড উন্নয়নে কেন্দ্রের ২৩ হাজার কোটি

নয়া ঠাহর গুয়াহাটি : অসমের  মন্ত্রী রামেশ্বর  তেলির  পদন্নোতি হল, তিনি পেট্রোলিয়াম ও শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই খুব খুশি। খুশি চেপে রাখতে পারলেন না। বলেই ফেললেন, বলেন, আমার বাড়ির পাশে দুলিয়াজান সেখানে তেল উত্তলন হয়। তাই সে তেলি তেলমন্ত্রী হতে চেয়ে ছিলেন। আবার চা শ্রমিকদের সঙ্গে সম্পর্ক আছেই তাই  শ্রমিকদের অভাব অভিযোগ  তার জানা। দুটি  দপ্তর তার পছন্দ।  প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ  সনয়াল পুঁথি  পঞ্জিকা দেখে  দায়িত্ব নেবেন আগামী রবিবার।  অরুণাচল প্রদেশের মন্ত্রী কিরণ রিজিজু  আইন মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি বলেন, তার সামনে এক চ্যালেঞ্জ এল। মণিপুরের রাজকুমার সিং,ত্রিপুরার প্রতিমা ভৌমিক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। উত্তর-পূর্বাঞ্চল থেকে জনকে মন্ত্রী করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দ্যভিয়া আজ  কোভিড পরিস্থিতি উন্নয়নে ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেন। দেশের ৭৩৬ জেলাতে  পেডিয়াট্রিক কেয়ার সেন্টারে জন্যে ২০ হাজার আই সি ইউ  বেডের কথা ঘোষণা করেন। আজ প্রথম ক্যাবিনেট বৈঠকে দেশের কৃষি ও স্বাস্থ্য  উন্নয়ন নিয়ে আলোচনা  হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.