Header Ads

বিধানসভার কোনো বিষয় হাইজেক করতে দেওয়া হবে না, গরিমা রক্ষা করতে হবে

অমল গুপ্ত, গুয়াহাটি : বিধানসভার প্রথম দিন থেকেই নবনিযুক্ত অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির সঙ্গে নতুন বিধায়করা কোনাে না কোনাে ভাবে বিতর্কে জড়িয়ে পড়ছেন। বিধানসভায় বিধায়করা তাদের প্রশ্নোত্তর পত্রের কপি পেয়ে যান। বিধানসভা শুরু হবার আগেই নিজস্ব প্রশ্ন সম্পর্কে বাইরের অবস্থান করা বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকদের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন। বিষয়টি আজ বিধানসভায় উত্থাপন করেন বিজেপির মানব ডেকা। তিনি বলেন, বিধানসভা শুরু হবার আগেই বিধানসভার বিষয় নিয়ে বাইরে কেন আলােচনা হচ্ছে? রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বাইরে সাংবাদিকদের সামনে বিধানসভার বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সেই ব্যাপারেই দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির মানব ডােকা। সেব্যাপারে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অধ্যক্ষ অখিল গগৈকে বলেন, আপনি সাধারণ বিধায়কদের মতাে নয়, আপনার পৃথক এক মর্যাদা আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিধানসভার কোনাে কোনাে বিষয় হাইজেক করা হচ্ছে। বিধানসভা শুরু হবার আগে বাইরে প্রকাশ করা যায় না। বিধানসভার নিজস্ব গরিমা রক্ষা করতেই হবে। তিনি অধ্যক্ষকে বলেন, যে সব বৈদ্যুতিনের মাধ্যমে তা প্রকাশ পাচ্ছে তাদের বিরুদ্ধে যেন বিশেষ অধিকার ভঙের নােটিশ ইস্যু করা হয়। তিনি ফ্রি লান্স জার্নালিস্টের দিকে আঙুল তােলেন। অধ্যক্ষ জানান, অখিল গগৈয়ের বক্তব্য বিধানসভার কার্য পরিক্রমা থেকে বাদ দেওয়া হবে। বিজেপির জয়ন্তমল্ল বরুয়া অখিলের সমালােচনা করে বলেন, বিধানসভা এক পবিত্র ক্ষেত্র, আন্দোলনের মাঠ নয়। কংগ্রেসের ভরত নরহ এবং অন্যান্যরা। এব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.