করোনার তৃতীয় ওয়েভ দেশে অবশ্যম্ভাবী
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনার তৃতীয় ওয়েভ অবশ্যম্ভাবী।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, কানপুর আই আই টি, আমেরিকার বিশেজ্ঞরা পূর্বাভাস দিয়েছে, আগস্ট, সেপ্টেম্বর মাস থেকে আবার করোনার তৃতীয় ওয়েভ আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আবার দেশ বাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের পর্যটন কেন্দ্রগুলিতে লাগাম ছাড়া ভীড় দেখা যাচ্ছে। মুখে মাস্ক নেই, দূরত্ব বিধি মানছে না। এপর্যন্ত দেশে মাত্র ৮ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে মৃত্যর সংখ্যা ৪ লাখ পেরিয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের দিঘা সহ দেশের হিল স্টেশন মানালি, কুলু , দার্জিলিং সহ বিভিন্ন পর্যটন ক্ষেত্রে অস্বাভাবিক ভিড়, কোভিড বিধি ভেঙে জমায়েত হয়েছে। হাসপাতালে রুগী নেই কিন্তু হোটেলগুলোতে সীট নেই। অসমের বিভিন্ন জেলাতে ভিড় কমছে না। সাত জেলাতে কন্টেন্টমেন্ট জোন দেওয়া হয়েছে।আর্ন্তজেলা পরিবহন বন্ধ আছে। অসমে ভ্যাকসিনের অভাব দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ভ্যাকসিন ডোজ পাঠাবার আর্জি জানিয়েছেন।
কোন মন্তব্য নেই