Header Ads

বরাক বাসী বাংলার দাবিতে মুখ্য বিচার পতিকে চিঠি দিল

প্রতি 
মাননীয় শ্রী সুধাংশু ধুলিয়া 
মুখ্য বিচারপতি, গৌহাটি হাইকোর্ট 
এম.জি রোড লতাসিল উজানবাজার 
গুয়াহাটি, আসাম, ৭৮১০০১

বিষয়ঃ আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বাংলা ভাষার অন্তর্ভুক্তি 

মাননীয় মহাশয়, 
এই উপত্যকার মানুষের পক্ষ থেকে আমরা কয়েকটি কথা আপনার নিকট তুলে ধরছি। আমাদের বিনীত নিবেদন যে আপনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন। 

আসাম জুডিশিয়াল সার্ভিস (এ.জে.এস) পরীক্ষায় একটি ৫০ মার্কের বাধ্যতামূলক অসমীয়া ভাষার পেপার থাকে। আসাম একটি বহু ভাষিক রাজ্য এবং এখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করেন। বিশেষত বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা এবং বরাকের সরকারি ভাষা বাংলা।কিন্তু পরীক্ষায় এম.আই.এল অসমীয়া ভাষা থাকায় বরাক উপত্যকার অনঅসমীয়া ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং অন্যান্য অসমীয়া ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। 

ইদানীং বড়োল্যান্ডের কয়েকজন উকিলের চোখেও এই অসংগতি ধরা পড়ে এবং তারা পরীক্ষায় বড়ো ভাষা অন্তর্ভুক্তির দাবি জানান। অসমীয়া ভাষায় কম নম্বর পাওয়ার জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী আসাম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় অসফল হচ্ছে। 

তাই, আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আসাম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় ভাষার পেপারে বাংলা ভাষাকে অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাচ্ছি।

ধন্যবাদান্তে 

বিনীত 
পার্থ দাস, আহ্বায়ক 
জহর তারন,  আহ্বায়ক

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.