কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি রিপুন বরা
অমল
গুপ্ত, গুয়াহাটি : দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ
প্রামানিক বিজেপির কুচবিহারের সংসদ, তার আদি বাড়ি ও জন্মস্থান বাংলাদেশ। তাকে দেশের
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি
রিপুন বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক পত্ৰ দিয়ে
অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রী থেকে সরিয়ে
দেবার দাবি জানিয়েছেন। অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী
জীবন জীবিকার নতুন ফর্মুলা
দিয়ে বলেছেন, কাজ না
করে শুধু খেতে চাইলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম তো বাড়বেই। তিনি
রাজ্যে কর্মসংস্কৃতির অভাবের কথা বলেছেন। বিজেপি বিধায়ক
মৃনাল শইকিয়া বিধানসভাতে
অভিযোগ করেছেন বঙ্গীয় মুলের শ্রমিকরা সাতদিনে
যে কাজ করে অসমীয়া লোকাল মানুষ এক মাসেও
সেই কাজ করতে পারে না। কংগ্রেস দলের বরপেটার সাংসদ আব্দুল খালেকের
ফর্মুলার বিরোধিতা করতে মন্ত্রী রঞ্জিত দাস পথে নেমেছেন।
খালেক বলেছেন, বিজেপি
বলছে গরু তাদের গো মাতা। তার মাংস নিষিদ্ধ, শ্রী
বিষ্ণুর অবতার বরাহ এবং
মৎস্য তার মাংস নিষিদ্ধ কেন করা হচ্ছে
না? তিনি বলেছেন, ঠিক ঈদের আগে সরকার গো
রক্ষা আইন এনে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষকে
অপমান করলো। বলেন, সরকার
মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। অথচ ঘরে ঘরে মদ ডেলিভারি দেবার
সিদ্ধান্ত নিয়েছে। গতকালের মত আজও মুখ্যমন্ত্রী হিমন্ত
বিশ্ব শর্মার উপস্থিতিতে নওগাঁ ও হোজাইয়ে প্রায় ৬০ কোটি টাকার
মাদক সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে
প্রায় চার হাজার কোটির
চোরাই মাদক ব্যবসা চলছে। বাইরের
রাষ্ট্র থেকে অসমের ভেতর দিয়ে বাইরের রাজ্যে
চালান হয়। মুখ্যমন্ত্রীর মাদক,
গরু পাচার প্রভৃতির বিরুদ্ধে কড়া
অভিযানের পর চোরাই
ব্যবসা অনেকটা কমেছে। শিব
সাগরের রাইজর দলের বিধায়ক
অখিল গগই অভিযোগ করেছেন মায়ানমারের সঙ্গে অসমের সুপারি ব্যবসার
কোনো লিখিত চুক্তি নেই তবে অসমে সুপারির সিন্ডিকেট চলছে কি ভাবে। অসমে
মেট্রিকে ফার্স্ট
ডিভিশনে পাশ করলে স্কুটার
দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর থেকে অসমে একাংশ
শিক্ষক পরিদর্শকের মধ্যে এক বিরাট চক্র তৈরি
হয়েছে। কম নম্বর পেলেও ফার্স্ট
ডিভিসনে পাশ করিয়ে দেওয়া হয়। ছাত্র
অভিভাবকরা লাখ লাখ টাকা দিয়েছে। এর প্রমাণ পাওয়া যায়নি। হিমন্ত বিশ্ব
শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেই
চক্র ধরা পড়লো। রাজ্যজুড়ে চক্র সক্রিয়, মার্কশিট
কেলেঙ্কারি চলছেই বলে বহু অভিযোগ আছে। শিক্ষক, অভিভাবক মহল সৎ
না হলে এই দুর্নীতি চলবেই। মুখ্যমন্ত্রী যতই দূষণমুক্ত
সমাজ গড়ার অঙ্গীকার করুন না কেন মানুষ যদি মূল্যবোধে বিশ্বাস না করে
অসততাকে প্রশ্রয় দেয় তবে
অসমকে শ্রেষ্ঠ রাজ্য
গড়ার স্বপ্ন সফল হবে না। আজকের
বড় খবর অসমের ৯ জন
যুবতীকে কেরালার ত্রিবান্দমে বিক্রি করতে গিয়ে পুলিশের
জালে ধরা পরে একই জনগোষ্ঠীর দুজন মানুষ। আরও বড় খবর গুয়াহাটি মহানগর কৃত্রিম বন্যায় ডুবলো।
বিকালের অঝোর বৃষ্টি পথ ঘাট বিধায়ক
হোস্টেল কিছুই বাদ গেল না।
কোন মন্তব্য নেই