অসমে পাঁচ হাজার কোটি টাকার মাদক ব্যবসা চলছে:মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
সুনীল
রায়, নগাঁও : বহু পিতৃ মাতৃয়ে তাদের ড্রাগস আসক্ত সন্তানকে
তিল তিল করে মৃত্যুর দিকে গতি করা চেয়ে থাকতে লাগা হয়েছে। সমাজের বান্ধোনের জন্য
তারা এই বিষয়ে কারো কাছে বলতে না পারা করে মনের দু:খ মনে রাখতে হচ্ছে। ড্রাগস আসক্ত এই যুবক সকলে ড্রাগস সেবন করার জন্য
মা-বাবা সকলের
জমা অর্থ শেষ করে পরে বিপথে পরিচালিত হতে লাগা হয়। এই ড্রাগস আসক্ত সকলে যাতে পুনর জীবন ঘুরিয়ে
পায় তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আসাম পুলিশে গত ১০মে থেকে ১৫জুলাই প্রর্যন্ত চলা অভিযানে ৮৭৪টি কেস
নথিভুক্ত হয় এবং ১৪৯৩জন
ড্রাগস সরবরাহকারীকে গ্ৰেপ্তার করা হয়। আজ অসম পুলিশের জব্দকরা ড্রাগস
বিনষ্টকরন অভিযানে অংশ নিয়ে দ্বিতীয়
দিনেও নগাঁওয়ের বঢ়মপুরে
প্রায় ৩৫কোটি টাকা মূল্যের ড্রাগস বিনষ্ট করন অভিযানে উপস্থিত থেকে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন
যে আসামে বছরে পাঁচ হাজার কোটি টাকার ড্রাগসের ব্যবসা হয় এবং এই টাকা আসামের বাইরে চলে
যাচ্ছে। এত বৃহৎ
পরিমাণে টাকা বাইরে চলে যাওয়ার পরও এই টাকা থেকে কোনো জিএসটি বা রাজস্ব কর সরকারে
লাভ করতে পারে না। এই ড্রাগস সেবন করে আমাদের উঠে আসা প্রজন্মের একজন একজন করে ধ্বংসের দিকে গতি করেছে বলে
উল্লেখ করে মূখ্যমন্ত্রী শর্মাই। তিনি বলেন, আসাম পুলিশ আইনের গন্ডীর ভিতরে থেকে কঠোর
ব্যবস্থা গ্ৰহণ করবে। সদনের ভিতরে বাহিরে মানুষগুলির হয়ে
সদনে উকালতি করেছে, সেই
সকলকে অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
সেই সকল সমর্থনকারীকে আসামের যুব প্রজন্ম এবং তাদের মা-বাবার মর্ম বেদনা উপলব্ধি করা উচিত। দেশের থেকে ড্রাগসের ব্যবসা একবারে শেষ করতে হবে, এটাই তিনি মনে প্রাণে চান। আসাম পুলিশের
ড্রাগস বিরোধী এই অভিযান জাতীয় সংবাদ
মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আসাম পুলিশের এই অভিযানকে সহায়তার হাত বাড়িয়ে
দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। ড্রাগস বিনষ্ট করণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া
আসাম পুলিশের এই গুরুত্বপূর্ণ কার্যসূচী উপলক্ষে অনুষ্ঠিত হওয়া সভাতে আসাম
পুলিশের সঞ্চালক প্রধান ভাস্করজ্যোতিমহন্ত উপস্থিত থেকে বলেন যে ড্রাগস ব্যবসায়
করা মানুষকে কোনো কারণে রেহাই দেওয়া হবে না। প্রকাশ্য সভাতে কঠোর সতর্ক করে বিজিপি মহন্তে
বলেন, ড্রাগছ ব্যবসাযী সকলে এই ধরনের ধামালি
বাদ দিয়ে টক আহরণের অন্য ব্যবস্থা আছে। সেগুলি
বেছে নেওক বলে কয় পুলিশ নাহলে কিছুতেই ছারবেনাবলে উল্লেখ করতে সকলে ড্রাগস
ব্যবসায করে ধরা পরে পুনর ব্যবসায় আরম্ভ করেছে সেই ধরনের ব্যক্তিকে গ্ৰেপ্তার
করলে নতুন আইন অনুযায়ী এক বছর জেলে ভরিয়ে রাখা হবে।সাথে ডিজিপি মহন্তে বলেন যে
নগাঁওতে ড্রাগসের ব্যবসাযর ভয়াবহ ছবি দেখতে পাওয়া গিয়েছে।আসাম পুলিশে
নগাঁওতেবিশ লাখ লোকের ভিতরে ডের লাখলোকেইড্রাগসের সাথে বিভিন্ন প্রকারে
জড়িত।নগাঁও জেলাতে পুলিশে অধিক কঠোর হবে বলে উল্লেখ করে ডি জি পিমহন্তে বলেন যে
ড্রাগস ব্যবসাযী সকল সেই কারনে সাবধান হ ওয়া ভাল।কলিযাবর মহকুমা পুলিশ বিষয়া
মৃন্মযদাসে আতধরা ড্রাগস বিনষ্ট করন সভাতে স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত,নগাঁওযের
অভিভাবক মন্ত্রী পিযুষ হাজারিকা, বঢমপুর কেন্দ্রের বিধায়ক জিতু গোস্বামী ,
নগাঁও সদর কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা, রহা
বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশীকান্ত দাস, নগাঁওযের
জেলা শাসক কবিতা পদ্মনাভন পুলিশ সুপার আনন্দ মিশ্রকে ধরে বহু কযজন আসাম পুলিশ
বিষয়া উপস্থিত থাকে কার্যসূচী সফল করে। উল্লেখ্য, আজ নগাঁওতে জব্দকৃত কফ সিরাপের বটল, নষ্ট
করতে মূখ্যমন্ত্রী ড:হিমন্ত বিশ্ব শর্মায নিজেই রোলার চলানোর সাথে আন্য নেশা
জাতীয় সামগ্ৰী সমূহ নিজে আগুন লাগিয়ে নষ্ট করে।আজ নগাঁওতে নষ্ট করা ড্রাগসের
ভিতরে ৪কেজি৯৫৭গ্ৰাম হেরোইন, ৫কিজি৬১১গ্ৰাম
ব্রাউন সুগার, ২৯২কেজি
গাঞ্জা, অফিম ৮৫৪গ্ৰাম, কফ
সিরাপের ৭৮৩৪০টি বটল, টেবলেট
৬৬৬৩ ২০টাএবংএমবোটেমিন ৪গ্ৰাম অন্যতম।এই সভাটি তে ড্রাগসের কবলে পরে দুটি করে
সন্তান হারিয়ে এখোন আর্থিক অনাতনে ভোগা বাবুল আহমেদে ভাষনপ্রদান করে। অন্যদিকে, ড্রাগসে আসক্ত হয়ে বর্তমানে সুস্থ হয়ে উঠা
বঢমপুরের হেমন্ত বরাই
ড্রখগসে কবলে পরে কি ভয়াবহ পরিস্থিতি হয় এবং তাকে
ভাষণ প্রদান করে সাথে মূখ্যমন্ত্রীর এই ধরনের
পদক্ষেপকে স্বাগত
জানায়।
কোন মন্তব্য নেই