Header Ads

নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ

জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ রক্ষা ও নগর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে গত ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন হাইলাকান্দির নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা। জানা গেছে,এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাইলাকান্দির এস.কে রায় সিভিল হাসপাতাল এর বাউণ্ডারি এরিয়ায় বিভিন্ন ধরনের মূল্যবান গাছ এর চারা রোপণ করা হয়। এবং উক্ত কর্মসূচিতে জেলা বন আধিকারিক প্রায় শতাধিক বৃক্ষের চারা প্রদান করে কার্যসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাছাড়া এই কর্মসূচি রূপায়ণে সাহায্যের হাত বাড়িয়ে দেন পল্লব পালচৌধুরী। এছাড়া হাইলাকান্দি জেলা যুগ্ম স্থাস্থ্য অধিকর্তা আশুতোষ বর্মণ হাসপাতালের এরিয়া ব্যবহার করার অনুমতি প্রদান করে সমিতির এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলেন। সমিতির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রঞ্জিত ঘোষ,ভগবানদাস সারদা,সুশীল পাল,এস কে রায় সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: সুদীপ চক্রবর্তী,হসপিটাল আ্যডমিনিস্ট্রেটর ভাস্কর দাস  সহ আরো অন্যান্যরা। সবশেষে উক্ত কর্মসূচি বাস্তবায়নে সাহায্যকারী সবাইকে ধন্যবাদ জানান নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা এবং সবাইকে রোপণ করা মূল্যবান চারাগুলোকে বাঁচিয়ে রাখারও আবেদন জানান বলে সমিতির সূত্রে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.