মদ সব অপরাধের জন্মদাতা, সেই মদ হোম ডেলিভারী দেবে সরকার
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি :
অসমের অপরাধ জগতকে
নির্মূল করতে, গরুপাচার,
নারী পাচার, মাদক
কারবার, ধর্ষণ, নারী
শিশু নির্যাতন
বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আর মদ পরিববারকে ধ্বংস করে দেয়। সেই মদ হোম
ডেলিভারী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণকামী
বিজেপি সরকার। যে মদ সব অপরাধের উৎস, সব অপরাধজনিত অন্যতম
কারণ। সেই মদ বাবুরা ঘরে বসে অন লাইনে অর্ডার দিয়ে খেতে পারবেন। আবগারি বিভাগের আয় বাড়বে।
রাজ্যের অপরাধ কমবে?
কোন মন্তব্য নেই