পেট্রোল- ডিজেল সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করার দাবিতে তীব্র প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের
সানি রায়, শিলচর : শিলচর শহরের জনবহুল এলাকা তথা দেবদূত সংলগ্ন পেট্রোল পাম্প এর সামনে দাঁড়িয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে গণস্বাক্ষর অভিযান ও তীব্র প্রতিবাদ কার্যসূচী গড়ে তোলেন। রাজ্যে অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন পেট্রল-ডিজেল সহ রন্ধন গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি র ফলে প্রধানমন্ত্রী হায় হায়,নরেন্দ্র মোদী মুর্দাবাদ অসম সরকার মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন বিরোধী দল কংগ্রেস। তাঁরা গণস্বাক্ষর অভিযান শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মূল্যবৃদ্ধি রোধ করতে একখানা স্মারকপত্র প্রেরণ করেন। এদিনের প্রতিবাদী কার্যসূচীতে নেতৃত্ব দেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। এদিন কাছাড় জিলা কংগ্রেসের সকল কর্মকর্তারা ও সামিল ছিলেন। পুলিশ প্রশাসন ও মজুত রাখা হয়েছে প্রতিবাদী স্থলে।
কোন মন্তব্য নেই