সিদ্ধেশ্বর কপিলাশ্রমে ফুট-ওভার ব্রীজের দাবি
সানি রায়, আলগাপুর : সিদ্ধেশ্বর কপিলাশ্রমে ফুট-ওভার ব্রীজের দাবি নিয়ে সরব হচ্ছে স্থানীয় বেশ কয়েকটি সংস্থা সংগঠন। আরেকদিকে বহু বৎসর পর শুরু হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ।ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিব মন্দিরকে নতুন রূপে ঢেলে সাজানোর পথে হাঁটছে নতুন কমিটি। ইতিমধ্যে বড়সড় বাজেটে নাট মন্দিরের কাজ শুরু হয়েছে। আনুমানিক ব্যয় হবে পঞ্চাশ লক্ষ টাকা। এখানে কোনো সরকারি অনুদান নেই। ভক্তদের অনুদানের টাকায় একাজ হবে। মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় শিববাড়ি মন্দির পরিচালন কমিটির তরফে। বৈঠকে এমনই জানান সম্পাদক সুজন ভট্টাচার্য। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য, কার্য্যকারী সদস্য তিনজন যথাক্রমে নিখিল চন্দ্র দে, দেবজ্যোতি চৌধুরী ও শমীন্দ্র পাল,বিশিষ্ট ব্যক্তি অঞ্জন দে, রমাকান্ত চন্দ,সুকুমার দাস প্রমুখ।এদিকে সিদ্ধেশ্বর কপিলাশ্রমের কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদের সুবিধার্থে রেলওয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহকে এক স্মারকপত্র প্রদান করা হয়। বুধবার সাংসদ কৃপানাথ মাল্লাহর হাতে শিববাড়ি পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য ও জিপি সভাপতি সুরজ সেন উক্ত স্মারকপত্র তুলে দেন,সঙ্গে ছিলেন সঞ্জিত দেব। শীঘ্রই ফুট ওভার ব্রীজের দাবি নিয়ে রেলওয়ে ঊধর্তন মহলের সঙ্গে সাক্ষাৎ করবে স্থানীয় বেশকটি সংস্থা সংগঠন বলে জানা যায়।
কোন মন্তব্য নেই