Header Ads

বাজেযাপ্ত ১৭০ কোটি টাকার মাদক সামগ্রী পুড়িয়ে ফেলা হল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাজের  বিভিন্ন  অঞ্চল থেকে  বাজেয়াপ্ত করা ১৭০ কোটি টাকার মাদক সামগ্রী আজ গোলাঘাট,  ডিফুতে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত প্রমুখদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রী তার জিরো টলারেন্সের   নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই সমাজ থেকে  মাদক  ব্যবহার  চিরতরে নির্মূল করা হবে। বাইরে পাচারের সব পথ বন্ধ করা হবে।  তিনি গুটকা, বিড়ি,  সিগারেট প্রভৃতি  নিয়ন্ত্রণের কথাও বলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.