Header Ads

নগাঁওয়ে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১০ জন গ্ৰেপ্তার

সুনীল রায়, নগাঁও : নগাঁও শহরে ড্রাগসের রমরমা ব্যবসা, সঙ্গে চলছে নারী দেহের ব্যবসাও নগাঁও পুলিশ ড্রাগস নারী দেহের ব্যবসায়ার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় দুই দিন পূর্বে নগাঁও শহরের গায়ে লেগে থাকা শিয়ালমারীতে একটি দেহ ব্যবসায়ের চক্র উৎখাত করার পর আজ দুপুরে নগাঁওয়ে আলক্ষীনগরে নারী দেহের ব্যবসায়ের সাথে জড়িত চারজন লোকের ‌সঙ্গে ছয়জন যুবতীকে গ্ৰেপ্তার করার ঘটনাতে নগাঁওয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই অসামাজিক কার্যকলাপের সাথে নগাঁওয়ের এক প্রাক্তন ছাত্র নেতার নাম লিপিবদ্ধ হওয়ায় সচেতন মহলে স্তম্ভিত হয়ে পরে নগাঁত্তের  অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব বরার নেতৃত্বে এক লক্ষীনগরের একটি তিন তালা ভবনে এক অভিযান চালায়। অভিযানে পুলিশ প্রাক্তন আসু নেতা‌ মৃদুপবন শইকিয়ার সঙ্গে তার পিতা তথা ভবনটির মালিক মুরুলি শ‌ইকিয়াকে গ্ৰেপ্তার করা হয়। উল্লেখ্য, ধৃত মৃদুপবন‌ শইকিয়া নগাঁও আঞ্চলিক ছাত্র সন্থার সম্মাদক ছিল। অবশ্যে কিছুদিন পূর্বে তাকে ছাত্র সন্থা থেকে বহিস্কার করা হয়েছে বলে সদৌ নগাঁও জেলা ছাত্র সন্থা থেকে জানা গেছে। পুলিশে মরুলি শইকিয়া(৬১) এবং মৃদুপবন‌ শইকিয়া(২৪), রূপহীহাটের হাতীপাড়ার ম:আমরান হুসেইন(২২), জুরীযার বালুচরের ম:আছাদুল ইসলাম(২১), শিযালমারীর পারভিন সুলতানা(২৯), জাজরিহীরা গাত্তের টিনাহীরা(১৫), জুরীয়া দাস গাঁত্তের সীমা দাস বেগম(২১), মরিগাঁত্তের নেলীর সুলতানা বেগম(১৯), হোজাইর গান্ধী মৈদানের মুছকান বেগম(১৯), জাজরী বগরীগুরির রূপা দাসকে(২৫) গ্ৰেপ্তার করে জানা গেছে, এই ব্যবসায়ের সঙ্গে জড়িতদের মধ্যে চারজন বিবাহিতা মহিলা আছে। পুলিশ তাদের কাছ থেকে ৭১,৮৫০ টাকা উদ্ধার করা সহ বহু আপত্তিজনক সামগ্ৰী জব্দ করেছে বলে জানা গেছে


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.