শিবুর চিকিৎসার সাহায্যে এগিয়ে বদরপুরের সচেতন নাগরিক
সুব্রত দাস, বদরপুর : 'মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য' তা এক এক করে পালন করে যাচ্ছে বদরপুর নগরের কিছু সচেতন নাগরিক। দিনরাত এক করে এই করোনা আবহে কাজ করে যাচ্ছেন। তারমধ্যে অন্যতম রয়েছে বদরপুর টাউনের প্রাক্তন ওয়ার্ড কমিশনার সিতাংশু রায়। বিগত কিছুদিন পূর্বে জুমবস্তি বাসিন্দা শিবু মালাকার অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে পা পিছলে চাল থেকে নীচে পড়ে যান। তাতে শিবু গুরুত্বর জখম হন। স্থানীয় বাসিন্দা বিপ্লব দাসগুপ্ত শিবুকে চিকিৎসকের এর কাছে নিয়ে যায়। সেই খবর শুনে পৌরসভা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রঘু নাথ ভুঁইয়া ও প্রাক্তন কমিশনার সিতাংশু রায়,বাবুরেন সিংহ অসুস্থ ব্যক্তিকে ওষুধ পত্র ও কিছু আর্থিক সাহায্য প্রদান করেন নিজের ব্যাক্তিগত তহবিল থেকে। অন্যদিকে এই কার্যে উনাদের সাথে উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী,কুশ কুর্মি,ঝুমা সোম প্রমুখও।
কোন মন্তব্য নেই