বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এবিভিপির ৭৩ তম প্রতিষ্ঠা দিবস পালন বিহাড়ায়
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিশ্বের সবথেকে বড়ো ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিহাড়া শাখার পক্ষ থেকেও শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হলো সংঘটনের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে বিহাড়া বাজার এম.ভি.স্কুলের সামনে অস্থায়ী বেদীতে সংঘটনের পতাকা উত্তোলন করেন পরিষদের বিহাড়া শাখার সভাপতি প্রদীপ গোস্বামী। তারপর উপস্থিত ছাত্র সংঘটনের সদস্যরা বন্দেমাতরম্ জাতীয় গীতটি পরিবেশন করে। অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন নিবাস দাস সহ উপস্থিত পদাধিকারীরা। তারপর এবিভিপি
বিহাড়া শাখার পক্ষ থেকে বিক্রমপুর মিনি পিএইসসির ২৬ জন স্বাস্থ্যকর্মীদের করোনা যোদ্ধা হিসেবে ঐতিহ্যবাহী ফুলাম গামুছা, মাক্স, সেনিটাইজার ও সামান্য জলখাবার দিয়ে সম্বর্ধনা জানানো হয়। ছাত্র সংগঠনের পক্ষ থেকে এদিন বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ১৪ জন পুলিশকর্মীদেরও সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন এবিভিপি কাছাড় জেলার আহ্বায়ক সুমন শুক্লবৈদ্য, বিহাড়া শাখার সভাপতি প্রদীপ গোস্বামী, সম্পাদক অনুপ দাস, শিবম সাহা সহ অন্যরা।
কোন মন্তব্য নেই