ড: এপিজে আব্দুল কালাম এনজিও ও গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতির উদ্যোগে কোভিড টীকাকরণ শিবির
বি.এম. শুক্লবৈদ্য, বিহাড়া
: গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত সমিতি ও ড: এপিজে আব্দুল কালাম এনজিও
এর উদ্যোগে শনিবার একটি কোভিড টীকাকরণ শিবির আয়োজিত হলো বিহাড়া ৪র্থ খণ্ডের
বিক্রমপুর হাই স্কুলে। এদিন সকাল ৯ ঘটিকা হইতে টীকাকরণ শুরু হয়। শিবিরে ১৫০ জনকে
কোভিশিল্ড এর প্রথম ডোজ ও ২৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলে জানা
যায়।এদিনের টীকাকরণ শিবিরের পরিচালনায় ছিলেন গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত
সমিতির সম্পাদিকা নমিতা দে, সেউতি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা লাভলী
সূত্রধর, নৃপেন্দ্র সূত্রধর, অশোক
দাস, সন্তোষ রায় ও এপিজে আব্দুল কালাম এনজিও এর
সভাপতি মুসলিম উদ্দিন বড়ভূঁইয়া, দিলওয়ার হুসেন প্রমুখ। শিবিরটি সুন্দর ও সুষ্ট
ভাবে সম্পন্ন হওয়ায় বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্য সহ কাটিগড়া সার্কেলের ASDMA
প্রতিরোধী বন্ধুদের ধন্যবাদ জনান গড়াগ্রাম বাবুর বাজার নেশামুক্ত
সমিতি ও এপিজে আব্দুল কালাম এনজিও এর কর্মকর্তারা।
উল্লেখ্য,
গত সোমবার ডা: এপিজে আব্দুল কালাম এনজিও ও গড়াগ্রাম বাবুর বাজার
নেশামুক্ত সমিতির পক্ষ থেকে সেউতি ও বিহাড়া ৪র্থ খণ্ডের পাঁচটি স্থানে কোভিড টীকাকরণ
শিবিরের আয়োজন করার জন্য কাটিগড়ার সার্কেল অফিসার কাবেরী রংপিপি-র হাতে একটি
স্মারকপত্র প্রদান করা হয়।









কোন মন্তব্য নেই