গুরু পূর্ণিমা উপলক্ষে সাধু-সন্তদের সম্মানে বিশ্ব হিন্দু পরিষদ
সুব্রত
দাস, বদরপুর : বিশ্ব
হিন্দু পরিষদের বদরপুর প্রখণ্ডের সেবা বিভাগের পক্ষ থেকে গুরু পূর্ণিমার পুন্য
লগ্নে শনিবার হিন্দু সমাজের বিশিষ্ট ব্যক্তি ও মঠ মন্দিরের সাধুগুরু বৈষ্ণবদের
সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন বদরপুরের মোট এগারোটা স্থানে এই কার্যক্রম
করা হয়। বাঙালি, অসমীয়া, মনিপুরী,
খাসিয়া ও মাড়োয়ারি সমাজের পূজনীয় ব্যক্তি ও সমাজের
প্রতিষ্ঠিত শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান ও সংবর্ধনা প্রদান করা হয়। কার্যক্রমের
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের
সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মন্ডল, দক্ষিণ পূর্ব প্রান্ত সহ-সেবা প্রমুখ
নিরুপম আচার্য, শ্রী ভূমি জেলা সম্পাদক বিশ্বজিৎ নাগ ও বজরং দল ও
দুর্গা বাহিনী কার্যকর্তারা।









কোন মন্তব্য নেই