Header Ads

বর্ষা মরসুমে জলের প্রতি ফোটা সংরক্ষণ করতে হবে, প্রধানমন্ত্রী তাঁর "মন কি বাত "

অমল গুপ্ত, গুয়াহাটি :  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্ৰিয় "মন  কি বাত" নামে বেতার বার্তায় প্রথম থেকে  জল, পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ নিয়ে   দেশবাসীকে  স্মরণ করিয়ে দিচ্ছেন। জলই জীবননা বাঁচলে জীবন  শুকিয়ে যাবে। কিন্তু দেশবাসী সতর্ক হচ্ছে কিআজ প্রধানমন্ত্রী বর্ষা ঋতুর  জয় গান করেন। প্রতি ফোটা সঞ্চয়ের উপরে জোর দেন। বলেন, পরিবেশ প্রকৃতি সংরক্ষণ   ভারতীয় সংস্কৃতির অঙ্গ।   এই প্রসঙ্গে  দেশে বাসীকে স্মরণ করিয়ে দিতে চাই, নীতি আয়োগ   বলেছে, ২০২০ সালে বেঙ্গালুরু, মুম্বাইহায়দরাবাদ, টুনি এবং দিল্লির  ভূগর্ভস্থ জল ফুরিয়ে যাবে। আরও বলেছে, ২০৩০ সালের মধ্যে দেশের ৪০ শতাংশ মানুষ জলের অভাবে ভুগবেন। বলেছে, চেন্নাইয়ের তিনটি নদী,টি জলাশয়, টি জঙ্গল সম্পূর্ণ শুকিয়ে গেছে। একুশ শতকে সবচেযে বড়  চ্যালেঞ্জ হবে জল সংকট। জল  সংরক্ষণ আগে  কিছু  ব্যবস্থা ছিল। এখন  জলা ভূমি   বুঁজিয়ে  বাড়ি তৈরি হচ্ছে।  কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর গত ২১ জুন সংসদে ভয়ানক তথ্য দিয়ে বলেন, শুধু পশ্চিম ভারতে ৫৩টি নদী দূষিত হয়ে গেছে। অসমের ৪৫টি নদী দূষিত। পবিত্র নদী গঙ্গা আজ  করোনা সংক্রমিত মরদেহ ভাসছে। যমুনা, ব্রহ্মপুত্র নদ সব বিষাক্ত। দেশের  রাজনৈতিক দলগুলো  দেশের কথা  পরিবেশের কথা মোটেই ভাবে না।  জল জীবনধারণের এক মৌলিক চাহিদা, পরিবেশ সুরক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। অথচ মিষ্টি জলের উৎস দ্রুত   নিঃশেষ হয়ে আসছে দেশের ২১টি শহরের ভূগর্ভস্থ জল স্তর নেমে গেছে। বিশ্বে ৯৭.৫ শতাংশ জল লবনাক্ত পানের অনুপযুক্ত   চাষের অযোগ্য। মিষ্টি জলের পরিমা আড়াই শতাংশ মাত্র।  এই জল নিয়ে মারামারি চলছে।   প্রধানমন্ত্রী আজ "মন কি বাত"-এ বলেছেন, দেশবাসী গৌরবের ৭৫  বছর স্বাধীন বছর  উদযাপন করবে।  প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধের  শহীদদের সঙ্গে  মণিপুরের মৌরাং-  নেতাজি সুভাস চন্দ্র  বসুর  জাতীয়  পতাকা তোলার কথাও   স্মরণ করেন। তিনি  দেশের  কয়েকটি রাজ্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মণিপুরের আপেল চাষের কথা বলেন। ত্রিপুরার উনুকুটির কুল চাষের কথা বলেন। টোকিও অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের  হাতে জাতীয় পতাকার দৃশ্য তাকে রোমাঞ্চিত করছিল বলে  জানান প্রধানমন্ত্রী। এবার ১৫ আগস্ট দেশের মানুষ এক যোগে জাতীয় সঙ্গীত  গাইবে, মহাত্মা গান্ধী ভারত   ছাড়   আন্দোলনের ডাক দিয়েছিলেন এবার ভারত জোরোর আন্দোলন হবে। ঐক্যবদ্ধভাবে সংকল্প গ্রহণ করতে হবে  দেশকে উন্নতির  শিখরে পৌঁছিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, করোনা আজও শেষ হয় নি। প্রতিজন মানুষকে কোভিড প্রটোকল মেনে চলতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.