লাভলিনাকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর সাইকেল রেলি
নয়া
ঠাহর প্রতিবেদন,
গুয়াহাটি : অসমের
একমাত্র কন্যা লাভলিনা বুরাগোহাই   অলিম্পিকে অংশগ্রহণের 
সুযোগ পেয়েছেন। তিনি
বক্সিং ২৪ জুলাই 
রিং-এ
নামবেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিধানসভার
অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া প্রমুখ আজ সকালে দিসপুর থেকে নেহেরু ময়দান
পর্যন্ত সাইকেল চড়ে  লাভলিনাকে উৎসাহ দেন। ২৪ জুলাই
প্রতি ঘরে প্রদীপ  জ্বালাবার আহবান জানিয়েছেন। ওই দিন লাভলিনা রিং-এ নামবেন।
 









 
   
   
 
 
 
 
কোন মন্তব্য নেই