Header Ads

পেগাসাস আমার ফোনে, অভিষেকের ফোনে আড়ি পেতেছে : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শহিদ দিবসে ভার্চুয়াল সভা করে  দেশের সুপ্রিমকোর্টের প্রতি কাতর আহবান জানিয়ে বলেন,  দেশকে বাঁচান কেন্দ্রীয় সরকার নাগরিকদের  ব্যক্তি  স্বাধীনতা কেড়ে নিয়েছে। অভিযোগ করেন দেশের সংবাদ মাধ্যম, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশনকে টার্গেট করেছে পাগসাস।   অভিযোগ করেন  তার এবং ভাইপো অভিষেকের ফোনে আড়ি পাতা হয়েছে। তিনি বলেন, আগামী ২৭, ২৮ জুলাই দিল্লি গিয়ে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  দেশের মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত বঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মমতা আজ সব অভিযোগ ফুৎকারে   উড়িয়ে দিলেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন ৩০ জন মারা গেছে। হাজার মানুষের ঘর জ্বলেছে। তিনি অভিযোগ করেন, তৃমূল থাকার সময় তার ফোন  হ্যাক করা হয়েছিল। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ  বলেন, ফোনে আড়িপাতা সংস্কৃতি তৃণমূল প্রথম শুরু করে। আজ মমতা অভিযোগ করেন  ত্রিপুরাতে যে আজ তৃমূলকে শহিদ দিবস পালন করতে দেয়নি বিজেপি সরকার। দলের সভাপতি আশীষ লাল সিনহা সহ ৮১ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.