Header Ads

জাপান অলিম্পিকে মণিপুরের বক্সার মেরিকম কোয়ার্টার ফাইনালে উঠেছেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আজকে  রেল কর্মী চানুর  পর পুবের আর এক কন্যার  সফলতা, মণিপুরের বক্সার মেরিকম কোয়ার্টার ফাইনালে উঠেছেন। টেবিল টেনিসে  মনিকা ব্যাত্রা   তৃতীয় রাউন্ডে উঠেছেন। অসমের লাভলী   আগামী ২৭ জুলাই  রিং-এ নামবেন। পি ভি সিন্ধু ব্যাটমিন্টনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.