অল ইন্ডিয়া এস সি/এস টি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বদরপুর শাখা থেকে ছয়শতাধিক ভ্যাকসিন প্রদান
সুব্রত দাস, বদরপুর : করোনা ভাইরাসের আক্রমণের নিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। কবে যে এই আক্রমণ থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে উদ্বিগ্ন দেশের আমজনতা। মারণব্যাধি এই ভাইরাসকে প্রতিহত করতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ কার্যসূচী। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রান্তে টিকা প্রদান করা হচ্ছে। বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মকর্তারা টিকা প্রদানের ব্যবস্থা করতে এগিয়ে আসছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই অল ইন্ডিয়া এস সি/এস টি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বদরপুর শাখা। সংগঠনের উদ্যোগে বদরপুর রেলওয়ে ইনস্টিটিউট হলে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়। ২৬ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত প্রায় ছয় শতাধিক ব্যক্তিকে ভ্যাকসিন প্রদান করা হয় সংগঠনের উদ্যোগে। এ ব্যাপারে অভিমত ব্যক্ত করতে গিয়ে সংগঠনের সম্পাদক অর্জুন বাস্ফর বলেন,দীর্ঘ দিন হতে চললো কোভিড সংক্রমণে সারা বিশ্বের সঙ্গে ভারতের জনজীবন ও বিপর্যস্ত। সমাজ ব্যবস্থা থেকে শুরু করে অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ হয়ে রয়েছে স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। দ্বিতীয় দফার করোনার আক্রমণ শেষ হতে না হতেই তৃতীয়
দফার সংক্রমণের আভাস পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় দেশের প্রতিটি নাগরিককে ভ্যাকসিন নেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্জুন বাস্ফর। সংগঠনের সভাপতি অমর চন্দ্র মালাকার বলেন,আগামীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে আরো যাতে ভ্যাকসিন প্রদান করা হয় সেই প্রচেষ্টা করা হবে সংগঠনের পক্ষ থেকে।লাগাতার এই ভ্যাকসিন প্রদানে সহযোগিতা করার জন্য দুর্গা বাহিনীর বদরপুর প্রখণ্ডের সংযোজিকা পূজা গোয়ালা সহ বিশ্ব হিন্দু পরিষদের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন অমর চন্দ্র মালাকারও। তিনি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার স্বার্থে আগামীতে আরো ভ্যাকসিনের ব্যবস্থা করার অনুরোধ জানান। সংগঠনের সহ- সভাপতি অমর কুমার রায় সহ অন্যান্য কর্মকর্তারা ভ্যাকসিন কার্যসূচিতে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই