দুধর্ষ অপরাধী ছিল জয়নাল দাবি পুলিশ সুপারের
সুনীল
রায়, নগাঁও : পুলিশের
গুলীতে নিহত নগাঁও জেলার ধিঙের শালকাটির
জয়নাল আবেদিন একজন দুধর্ষ অপরাধী ছিল জয়নালের বিরুদ্ধে শুধু ধিং পুলিশ থানাতে
চারটি করে কেস নথিভুক্ত হয়ে আছে এই মন্তব্য নগাঁও পুলিশ সুপার আনন্দ মিশ্রের ।আজ
নগাঁও পুলিশ সুপার কার্যালয়ে আয়োজন করে এক সাংবাদিক সম্মেলনে এই কথা প্রকাশ করে
পুলিশ সুপার মিশ্রে বলেন যে সরকারী কার্যালয়ে মারনাস্ত্ররে হুমকি প্রদান করা, এসিড মারা, ধর্মান্তকরন,
অর্থলুন্টনকে ধরে বিভিন্ন অপরাধ জনিত ঘটনার সাথে জয়নাল জরিত ছিল। ১০ জুলাইর
রাত্রে এক ডাকাতি ঘটনা সংঘটিত করার জন্য জয়নালে করা পরিকল্পনার খবর লাভ করে নগাঁও
পুলিশে জয়নালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছিল। পুলিশে
জয়নালকে আটক করার জন্য চেষ্টা করার সময়ে জয়নালে পুলিশকে আক্রমণ
করতে উদ্যত হয়েছিল। তখনি
পুলিশে প্রত্যাক্রমন করাতে জয়নালের মৃত্যু হয়। পুলিশ সুপার জনে জানতে দেওয়া মতে,
জয়নালের বিরুদ্ধে থাকা একটি কেসের চার্জশ্বিট থাকার জন্য জয়নালে
প্রাযে পলাতক অবস্থায় ছিল।জয়নালে " দাবাং" প্রকৃতির লোক বলে অভিহিত
করে। পুলিশ সুপার জনে বলেন যে, জয়নালের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। ধিঙের বিধায়ক
আমিনুল ইসলাম এবং শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে জয়নাল নিরপরাধী ছিল বলে বলা
মন্তব্যের সম্পর্কে সাংবাদিকে প্রশ্ন করা উত্তরে পুলিশ সুপার জনে বলেন যে,তারা
জনগনের প্রতিনিধি। হয়তো
তাদের হাতে বেশী তথ্য থাকতে পারে। তদন্তের সময়ে প্রযোজন হলে তাদের মতামত গ্ৰহণ করা হবে। তিনি আরও বলেন যে যা ইচ্ছা আছে বলতে
পারে। কেউ যদি
এই ধরনের কাজ করছে, তাহলে
জনগনের মতা মতের বাহিরে করছে। হয়তো
ঘটনার সম্পর্কে তারা জ্ঞাত না। আইন
অনুযায়ী কাজ করেছি। অপরাধ
নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্ৰহণ করবো।
একজন দুর্ধষ অপরাধীকে একাংশই নিরপরাধী সাজাতে চাওয়া কার্যে বহু দল সংগঠনে নিন্দা
জানানোর সাথে এইধরনের অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করতে পুলিশকে আহ্বান
জানিয়েছেন।
কোন মন্তব্য নেই