বন্ধন ঋন মুকুব এর দাবিতে প্রতিবাদ বদরপুরে
সুব্রত দাস, বদরপুর : বন্ধন ঋণ মুকুব এর প্রতিবাদে শুক্রবার বন্ধন ব্যাঙ্কের সামনে প্রতিবাদ করেন মহিলারা।নির্বাচনের আগে বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি সরকার গঠন করলে মাইক্রোফাইনান্সের ঋণ মুকুব করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্তের এই প্রতিশ্রুতি শোনে মাইক্রোফাইনান্স থেকে ঋণ নেওয়া মহিলারা দু'হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছেন । যার ফলে বিজেপি দল রাজ্যে পুনর্বার সরকার গঠন করতে সক্ষম হয়েছে । এই সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজপাটে বসে উল্টো সূরে কথা বলতে শুরু করেছেন। এর ফল ভোগ করতে হবে বিজেপি দলকে ।এই মন্তব্য করেন মাইক্রোফাইন্সন কোম্পানি থেকে ঋণ নেওয়া মহিলারা। তারা সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার প্রতিশ্রুতি পেয়ে তারা কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই আশায় তো রয়েছেন ঋণ মুকুব করে দেবে। অসমে তো সরকার গঠনের প্রায় তিন মাস হয়ে গেছে। ঋণ মুকুব তো দূরের কথা স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার এখন উল্টো সূরে কথা বলতে শুরু করেছেন। মহিলারা জানান ঋণ নিয়েছেন,ঋণের টাকা পরিশোধ করবেন। তবে সুদ এক টাকাও দেবেন না ।প্রয়োজনে তারা বন্ধন গ্রুফ বন্ধ করে দেবেন। তবুও টাকা দেবেন না। লকডাউনের মধ্যে স্বামী পুত্রের রোজগারের পথ একেবারে বন্ধ। অর্ধাহারে-অনাহারে তাদের দিন কাটছে। এই পরিস্থিতিতে বন্ধনের ঋণ দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই বলে জানান মহিলারা।
কোন মন্তব্য নেই