শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতি চারণ সভা ভোটারপাথরিতে
সুনীল রায়, নগাঁও : বিশিষ্ট শিক্ষাবিদ জন সংঘের প্রতিস্থাপক ড: শ্যামা প্রসাদ মূখার্জীর জন্মজয়ন্তীর সাথে সংগতি রেখে গতকাল বিজেপির ভোটার পাথরি মন্ডল সমিতির উদ্যোগে উরিযাগাঁও বারেগঞা মন্দিরের প্রেক্ষাগৃহে এক স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। সকালে বিজেপির পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ কার্যসূচীর পর স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্ডলের সভাপতি পদ্মকান্ত বরুযার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারন অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে বিজেপির নগাঁও জেলা সমিতির উপ সভাপতি সুভাষ দত্তে শ্যামাপ্রসাদ মৃখার্জীর জীবন দর্শনের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরার সাথে সকলকে মূখার্জীর আদর্শরে অনুপ্রাণিত হতে আহ্বান জানায়। এই সভাতে মন্ডলের সাধারণ সম্পাদক জোনমনি শর্মা ছাড়াও বিজেপির নগাঁও জেলা মহিলা মর্সার সভানেত্রী রশ্মি শর্মা ছাড়াও মন্ডলের বিষয়বগ অংশগ্ৰহণ করে।
কোন মন্তব্য নেই