Header Ads

ভবঘুরেদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করল বদরপুর প্রেস ক্লাব

সুব্রত দাস, বদরপুর : 'মানব সেবা ঈশ্বর সেবা' এই মন্ত্র নিয়ে বদরপুর প্রেস ক্লাব ফের রেল শহরে আরেক দফা ভবঘুরেদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করল। শনিবার দুপুর দু'টায় খাদ্য সামগ্রী নিয়ে প্রেস ক্লাবের সদস্যরা বদরপুর থানার সামনে হাজির হন।এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রাক্তন ওয়ার্ড কমিশনার সিতাংশু রায়, সমাজকর্মী বিমলা প্রসাদ এন্দো,নুরুল ইসলাম,রাহুল নাথ,মেহবুবুল হাসান মান্না প্রমুখ। প্রথমে বদরপুর এসটি রোডের ভবঘুরদের হাতে খাদ্য সামগ্রী ও জল দেওয়া হয়। পরে স্টেশন রোড,বদরপুর রেল স্টেশন এলাকার ভবঘুরে ও অসহায়দের মধ্যে সামগ্রী বন্টন করা হয়। বিগত বছরের ন্যায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বদরপুর প্রেস ক্লাব সাধ্যমতে জনসেবামূলক কাজ করে যাচ্ছে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম বকুল,উপ-সভাপতি যীশু শুক্লবৈদ্য, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাইদুল ইসলাম,যীশু নাথ, পিন্টু শুক্লবৈদ্য প্রমুখ। বদরপুর প্রেস ক্লাবের সভাপতি সহিরুল ইসলাম জানান আগামী সোমবার ফের অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হবে। প্রেস ক্লাবের এই কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন তাদের কে ধন্যবাদ জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.