Header Ads

কাছাড়ের মৎস্য চাষীদের উৎসাহ বৃদ্ধিতে অভিনব পদক্ষেপ। বহিঃ দেশের মাছ না খাওয়ার আবেদন জনতাকে

সানি রায়, শিলচর : কাছাড় জেলায়ও শনিবার জাতীয় মীন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শিলচরের জেলা মৎস্য উন্নয়ন বিভাগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের  মাধ্যমে জেলার মৎস্য চাষীদের মধ্যে অনুদান বন্টন করা হয়। এতে অংশ নিয়ে জেলাশাসক কীর্তি জল্লি স্থানীয় অঞ্চলে উৎপাদিত মৎস্যগুলোকে খাদ্য তালিকায় বেছে নেওয়ার আবেদন জানান । আরো ও দাবি জানান যাহাতে বাংলাদেশ কিংবা বহিঃদেশ থেকে পাচার হওয়া মৎস্য না খাওয়ার আহ্বান রহিল। কেননা এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, সরকার মৎস্যচাষীদেরকে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প গুলির সুযোগ সুবিধা নিতে মৎস্যচাষীদেরকে তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে ভাষণ দিয়ে জেলার মৎস্য উন্নয়ন আধিকারিক রফিকুল হক জানান যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ২০২০-২১ অর্থবছরে 

জেলার ১৭২১ জন  মৎস্য চাষীকে ২৪০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। অনুষ্ঠানে চারজন মৎস্যচাষীকে তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাতকরণের জন্য আইসবক্স সহ বাইক এবং ২০ জন মৎস্যচাষীকে ২৪০০ টাকা করে অনুদান তুলে দেন জেলাশাসক জল্লি। সভায়  শিলচরের বিধায়কের প্রতিনিধি রথিন্দ্রনাথ সাহা এবং মৎস মন্ত্রীর প্রতিনিধি সুবোধ দাস প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এর আগে সভায় প্রগতিশীল ও কৃতী মৎস্যচাষী সুভাষ দাসকে জাতীয় মিন দিবস পালন উপলক্ষে সংবর্ধনা জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.