নিত্য সামগ্রীর লাগামছাড়া দাম নিচ্ছে দোকানদার,অভিযোগ গ্রাহকদের
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করোনা আবহে গরীব মেনহতি মানুষ সামান্যতম উপার্জন করে কোন ভাবে দিনযাপন করছে। আর অন্যদিকে বদরপুর ও বদরপুর ঘাটের কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের অধিক মুনাফার জন্য জন্য আম-জনতার পকেট ফাঁকা করে দিচ্ছে। জেলা প্রসাশন থেকে দ্রব্য তালিকা রেট নির্ধারন করে দিলেও অসাধু ব্যবসায়ীরা তা লক্ষ্য না করে তাদের ইচ্ছা খুশি ভাবে চালিয়ে যাচ্ছে। ভুসিমালের দোকানে দ্রব্য মূল্য বৃদ্ধির দাম জিজ্ঞেস করলে তারা বলেন এর দাম ২/৩ দিন আগে বেড়েছে। তাদের কিছু করার নেই। এভাবে বলে তারা এড়িয়ে যায়। আবার অনেক সময় তা নিয়ে জনগণের সঙ্গে বচকা বসে। সাধারন আমজনতা দাবি করেন প্রতিটি ভুসিমালের দোকানে দ্রব্য মূল্যর তালিকা লাগানো এবং তার সঙ্গে জেলা ভিত্তিক কমপ্লেইন ফোন নাম্বার দেওয়ার জন্যে বলেন। যাতে অতি সহজে সাধারন মানুষ তার সুবিধা নিতে এবং কমপ্লেইন দিতে পারে।
কোন মন্তব্য নেই