ভারতের সাংবাদিক দানিশ সিদ্দিকিকে হত্যা করে দুঃখ প্রকাশ তালিবানদের
দিল্লি : ভারতের বিশিষ্ট চিত্র সাংবাদিক পুলিটজার পুরস্কারপ্রাপ্ত
দানিশ সিদ্দিকি, রয়টার্সের পক্ষে কাজ করছিলেন। দক্ষিণ
আফগানিস্তানের কান্দাহারে আফগানিস্তান স্পেশাল ফোর্সের
এক অভিযান কভার করতে গিয়ে তালিবানদের রকেট
হামলায় মারা যান। মুম্বাইয়ের বাসিন্দা দানিশ
সিদ্দিকি রোহিঙ্গিয়াদের দুরবস্থার
ছবি তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। তাকে বিখ্যাত পুলিতজার পুরস্কার
প্রদান করা হয়। তালিবানিরা তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেছে তাদের আগাম খবর
দিয়ে অভিযানের খবর করতে এলে তার
নিরাপত্তার দিকটি দেখা হত। ড্যানিশ এই হত্যা কান্ডে বিশ্ব জুড়ে সমালোচনার
ঝড় উঠেছে। রাষ্ট্র সংঘ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
পর্যন্ত তালিবানিদের কাপুরুষচিত হত্যা
কাণ্ডের কড়া ভাষায় নিন্দা করেছে।
কোন মন্তব্য নেই