Header Ads

৭ কেজি গাঁজা সহ আটক ২ পাচারকারী বদরপুরঘাটে

সুব্রত দাস, বদরপুর : বদরপুরের ফের আটক ২ গাঁজা পাচারকারী সহ একটি অটো বদরপুর পুলিশের জালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌঁনে নয়টা নাগাদ বদরপুর ঘাট কালাইরবন্দ এক বিবাহ ভবনের সামনে জাতীয় সড়কে। জানা গেছে,দেওরাইল গ্রামের আব্দুল সালাম(৪৫) ও জাকির হোসেন(৩০) নামের দুই ব্যক্তি একটি অটো করে পাঁচার করতে আসছে। এই খবর পেয়ে পুলিশ ওঁৎ পেতে বসে থাকে জাতীয় সড়কে। অটোর ধাওয়া করে পুলিশ বদরপুর ঘাট কালাইরবন্দ বিবাহ ভবনের সামনে অটোকে আটকাতে সক্ষম হয়। এবং আটক করে ২ পাঁচারকারীকে। পুলিশ উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্যে কম করে ২ লাখ টাকা হবে বলে ধারণা। বদরপুরের পুলিশ এই ঘটনার তদন্ত জারি রেখেছে। এই ঘটনার পিছনে কে বা কারা এদের সঙ্গে জড়িত তা তদন্ত করছে পুলিশ। তবে পুলিশের এসবের বিষয়ে সজাগ থাকায় অনেকে সাধুবাদ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.