মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস দলের রাজ্য জুড়ে প্রতিবাদ
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে আজ জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সভাপতি রিপুন বরা, সাংসদ গৌরব গগৈ, সাংসদ প্রুদুৎ বরদলৈ, রকিবুল হোসেন প্রমুখ রাজীব ভবন থেকে প্রতিবাদ মিছিল বার করলে। পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি হয়। নগাঁও থেকে সুনীল রায় জানান পেট্রল ডিজেলকে ধরে অত্যাবশ্যকীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ নগাঁও জেলার বঢমপুর ব্লক কংগ্ৰেসের উদ্যোগে ধর্ণা কার্যসূচী রূপায়ন করার সাথে গণ স্বাক্ষার কার্যসূচী রূপাযন করা হয়। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সুরেশ বরার নেতৃত্বে কংগ্রেস নেতা-কর্মী সকলেবঢমপুর কাষরিগাঁত্তের পেট্রল পাম্পের সম্মূখে এই প্রতিবাদী কার্যসূচী রূপাযনকরে। কংগ্রেস নেতা-কর্মী সকলে বিজেপি সরকার হায! হায! প্রধান মন্ত্রীনরেন্দ মোদীহয! হায়! কংগ্ৰেস জিন্দাবাদ এই ধরনের বিভিন্ন ধ্বনি দিয়ে রাজপথ উত্তাল করে তুলে। কংগ্রেস নেতা কর্মী সকলে অভিযোগ করে বলেন যে বিজেপি নেতৃত্বাধীন সরকার পুঁজিপতির স্বার্থেকাজ করে দরিদ্র এবং মধ্যবিও লোকের জীবনে অন্ধকার নামিয়ে এনেছে। প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সর্বসাধারণ জনগনের মাথায় হাত দিয়েছে। কংগ্রেস নেতা-কর্মী সকলে শীঘ্রেই মূল্যবৃদ্ধি রোধ করতে সরকারকে দাবী জানিয়েছে।
কোন মন্তব্য নেই