কান্দি রাজ কলেজের প্রাক্তন প্রফেসর রতন কুমার মন্ডল প্রয়াত
নয়া ঠাহর সংবাদদাতা, কলকাতা : চলে গেলেন বিশিষ্ট
শিক্ষক কান্দি রাজ কলেজের প্রাক্তন প্রফেসার রতন কুমার মন্ডল। ৮১ বছর বয়সে মারা যান।
সম্প্রতি তিনি
কলকাতার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কান্দি রাজ কলেজে দীর্ঘদিন ফিজিকাল সায়েন্সের প্রফেসর পদে ছিলেন, ওনার স্ত্রী শিপ্রা
মন্ডল বর্তমানে রিটায়ার, বহরমপুর
টেলিফোন এক্সচেঞ্জে চাকরি করতেন, কান্দি কলেজে রতন কুমার
মন্ডল, আর. কে. এম. নামে
বেশি পরিচিত ছিলেন, তাঁর জ্যেষ্ঠপুত্র মনন কুমার মন্ডল, ছোট পুত্র দীপন কুমার মন্ডল, বর্তমান, তার মৃত্যুতে কান্দিতে শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই