গোয়ালপাড়া জেলাতে অজগর ও পঞ্চরত্ন অভ্যারণ্য গড়ার দাবি নেচার বেকনের
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ প্রকৃতি প্রেমী সংগঠন নেচার বেকন গোয়ালপাড়া জেলায় অজগর ও পঞ্চরত্ন নামে দুটি অভযারণ্য গড়ার দাবি জানিয়েছে। নেচার বেকনের কর্ণধার সৌম্য দ্বীপ দত্ত এই দাবি জানিয়ে বলেছেন এই প্রস্তাবিত অরণ্যে হাতিদের সন্তান জন্ম দেওয়ার অন্যতম ক্ষেত্র, যা অসমের কোনো বনাঞ্চলে নেই। এই দুই প্রস্তাবিত অরণ্যে বিভিন্ন প্রজাতির জন্তু সরীসৃপ, সাপ আছে। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আশ্বাস দিয়েছিলেন অজগর ও পঞ্চ রত্নকে অভয়ারণ্য ঘোষণা করা হবে।
কোন মন্তব্য নেই