Header Ads

করহীন ঘাটতি বাজেট পেশ করলেন মহিলা অর্থমন্ত্রী অজন্তা নেওগ

 এই বাজেট সর্বাঙ্গ সুন্দর বাজেট : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অমল গুপ্ত, গুয়াহাটি ঃ আজ বিধাসভা ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। অসমের ইতিহাসে এই সর্বপ্রথম কোনাে মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করলেন। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা সহ সব মন্ত্রী-বিধায়কদের উপস্থিতিতে আজ অপরাহ্নে বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি রূপকোয়র জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালাকে স্মরণ করলেন। বলেন, একজন মহিলা হিসাবে তাকে বাজেট পেশের সুযােগ করে দেওয়ায় তিনি গৌরব বােধ করছেন। তিনি সূচনাতে অলিম্পিকে সুযােগ পাওয়া বড়ােল্যান্ডের মহিলা বক্সার লাভলিনা বুড়াগোঁহাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি স্বীকার করেন, কোভিড উদ্ভূত পরিস্থিতিতে অসমের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। তা থেকে উত্তরণে সরকারের নানা ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি সহযােগিতা করায় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক সহযােগিতার জন্য কোভিডের চ্যালেঞ্জকে মােকাবিলা করতে সমর্থ হয়েছে। তিনি অসমের উন্নয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে স্মরণ করেন। অর্থমন্ত্রী অজন্তা নেওগ অসমের সার্বিক আর্থিক বিকাশে সরকারের সাহসীমূলক সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, মলিগড় শােধনাগারে ২৬ শতাংশ লগ্নি করে অসমের আর্থিক বিকাশে পথকে মসৃণ করেছে। অসমের জটিল বেকার সমস্যার কথা চিন্তা করে সরকারের প্রথম ক্যাবিনেট কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার নেতৃত্বে এক কমিটি গঠন করা হয়েছে। সেই নিয়ােগ প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি সরকারের আরেক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, মাইক্রো ফাইনান্স থেকে প্রায় ২৬ লক্ষ মহিলা ১২৫০০ কোটি টাকা ঋণ নিয়েছিল, সেই ঋণ সরকার মুকুব করার প্রতিশ্রুতি দিয়েছিল। এব্যাপারে অশােক সিংহলের নেতৃত্বে এক কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ঋণ পরিশােধ করেছে তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তিনি রাজ্যেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তােলার বিভিন্ন রূপরেখার কথা বলেন। কোভিড পরিস্থিতিতে মৃত স্বামীর বিধবা পত্নীদের ২৫০ লক্ষ টাকা করে। দেওয়া ব্যতিক্রমী সিদ্ধান্ত সরকারের মর্যাদা বাড়িয়েছে। অসমমালা কর্মসূচির অধীন রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে সদরের যােগাযােগ ব্যবস্থা সুচারু ব্যবস্থা হয়েছে। আসাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা হয়েছে।

অর্থমন্ত্রী ৫৬৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন। কোনাে ট্যাক্স আরােপ করা হয়নি। এই বাজেটে তামুলপুর নামে এক জেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। ধুবড়ি, করিমগঞ্জে একটি করে সীমান্ত হাট স্থাপন করা হবে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা এই বাজেটকে সর্বাঙ্গ সুন্দর বাজেট বলে বর্ণনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.