লামডিং ডিভিসনে পাইলটের চেষ্টায় রক্ষা পেল হাতি
নয়া ঠাহর প্রতিবেদন, লামডিং : আসামে ক্রমাগত হাতীর মৃত্যু মিছিলের মাঝে দেখা গেল এক ঝলক
আলো। গত ১৮/৭/২১ ভোর ৪:৪৫ নাগাদ ডাইন POCA HSD
tanker ট্রেনের লোকো পাইলট গোপাল
প্রসাদ ও তার সহকারী এস সি যাদব লক্ষ করেন অনতিদুরে ৪টি পূর্নবয়স্ক হাতী লাইনের
উপর দাডানো। তারা তৎক্ষণাত এমারজেন্সি ব্রেক করে ট্রেনটিকে দাঁড় করান। এই মালবাহী
ট্রেনটিতে ছিল শতাধিক তেল ভর্তি ট্যাংকার। ঘটনাস্খল বোকাজান- খটখটির মাঝে
২৭২/৪-২৭৩/৩ কিমির মাঝখানে। বন্যপ্রানী সংরক্ষনের জড়িত ডা: প্রনব বরা, WWF, কৌশিক বরুয়া, রাইনো ফাউন্ডেশন ও গৌহাটির
বন পালক(অ), ঘরোয়ার সম্পাদক ও হোজাই জেলার অবৈতনিক বন পালক আশিষ কুমার
দে লোকো পাইলট- সহকারী ও গার্ড জি মজুমদারকে
সম্বর্ধিত করার কথা ঘোষনা করেন। আগামী ১২/৮ হস্তী দিবসে তাদের সংবর্ধনা জানানো
হবে।
উল্লেখ্য, গত ১৭/৭ রেল কর্তৃপক্ষের তরফে একটি window trailing এর আয়োজন করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল লামডিং রেল ডিভিশনে
ও বনবিভাগের নবাগত আধিকাকদের হাতী যাতায়তের স্থায়ী পথগুলির সাথে পরিচয় করানো ও এর
সমস্যাগুলিকে অবগত করান, হাতী সংরক্ষণে অংশীদারিত্ব বৃদ্ধি করা। এই নিরীক্ষণ যান
লামডিং থেকে কামরুপ পর্যন্ত গিয়ে ফিরে আসে। সিদ্ধান্ত হয় হাতীর চলাচলের পাশের
গ্রামগুলির মাঝে নিয়মিত প্রচার ও মিটিং-এর মাধ্যমে সচেতনতা তৈরী করে সংঘাত হ্রাস
করা। নাইট ভিশন ক্যামেরা ও বৈদ্যুতিক বেড়ার ব্যবস্থা করা ইত্যাদি। রেলওয়ে লোকো
পাইলট ও ট্র্যাক ম্যানদের হাতীর ব্যবহার সম্পর্কে প্রশিক্ষন দেওয়া। যাত্রা পথে
আলোচনায় সক্রিয় অংশ নেন কে কে শর্মা DOM/LMG,
ডা: প্রনব বরা, ডা: হিতেন বৈশ্য, সুশ্রী তেজস্বিনী নাগেশ WWF, সমরজিৎ নাথ- ঘরোয়া। উপস্থিত
ছিলেন বি কে রান- DEN/1, বিজয় প্রকাশ - Sr.
DME, ভাস্কর কুমার- TI, নামগনী মন্ডল- TI/W, হোজাই বনবিভাগের
তরফে ডিএফও গৌনদীপ দাস, সইদুল আলম-RFO- লামডিং, সুশ্রী বৃট ইংটি -RFO হোজাই, এন কে সুত RFO- লংকা, নলিনি কলিতা ফরেস্টার, হীরালাল পাল ডেপুটি রেল্জার, সন্জয় শর্মা ও সুজিত দে
ঘরোয়া।
কোন মন্তব্য নেই