Header Ads

দেশের মানুষ মানছে না তাই করোনা বাড়ছে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের মানুষ মাস্ক পড়ছে না দু-গজ দূরত্ব বিধি মানছে না। ব্যক্তিগত লোভ, লালসা   সংযম করতে পারছে না। মল, হাট-বাজারে ভিড়, মাছের বাজার যেন মেলা বসেছে। নয়া দিল্লির এইমস ডিরেক্টর রণদীপ  গুলেরিয়া  আজ বলেন, দেশের মানুষ   কোভিড প্রটোকল মানছে না দ্বিতীয়ত  ডেল্টা ভ্যারিয়েন্ট  বেড়ে চলেছে। এই দুই কারণে দেশে তৃতীয় ওয়েভ আটকানো যাবে না। আজকের খবর ২৪ ঘন্টায় দেশে ৪১ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়েছে। যা আগের থেকে বেশি। মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.