Header Ads

বরপেটাতে ফসলি জমিতে বিষ ঢেলে শ শ পাখি হত্যা গ্রেফতার ১

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : টংলা পুর এলাকায় পাখি হত্যার পর  বরপেটার শিলায় ধানি জমিতে  বিষ ঢেলে  ফসল রক্ষার নামে কয়েকশ পাখি হত্যা করা হয়। মাছ রাঙা, ঘুঘু, পায়রাবক, নানা চড়াই, এমন কি মুরগি হাঁস  ছাগল ও বিষাক্ত ফসল খেয়ে মারা গেছে। এই ধরণের অপরাধজনক ঘটনা   বহু ঘটে চলেছে অসমে। অধিকাংশ হাতিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।  বরপেটার খারুপেটিয়া সহ বিভিন্ন  জায়গায়  সবুজ শাক-ব্জি উৎপাদনে ব্যাপক হারে  কীটনাশক ব্যবহার করা হচ্ছে।  মাছকে তাজা রাখতে ইউরিয়া ব্যবহার হচ্ছে। অসমে আগে কোনো  পাখি হত্যার অপরাধের শাস্তি হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় এসে  সব ধরণের  অপরাধের  বিচার হচ্ছে। বরপেটার ঘটনা তদন্তে  বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় মান্নান আলী নামে একজন গ্রেফতার করা হয়েছে। এদিকে, উজানের ডিগবয়  চিত্তরঞ্জন  চক্রবর্তী নামে ৭১ বছরের বৃদ্ধকে বুনো হাতি হত্যা করেছে।  ক্ষতিপূরণ হিসাবে লাখ দেবার জন্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কাজিরঙা অভ্যারণ্য যাতে বন্য জন্তুরা   সড়ককে বাদ দিয়ে  অন্যাপথে যাতায়াত করতে পারে তার জন্য এলিভেটেড  করিডোর নির্মাণ করার   ব্যবস্থা করবে  সরকার মুখ্যমন্ত্রী আজ এক পর্যলোচনা সভা করেন। কাছাড় এবং ডিব্রুগর এ প্রস্তাবিত  চিড়িয়াখানা নির্মাণের জন্য  nodal অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.