কান্দির প্রথমা রুমানা বিতর্কে তসলিমা নাসরিন কলম ধরলেন
নয়া
ঠাহর প্রতিবেদন, কলকাতা : কান্দির
প্রথমা কন্যা রুমানা সুলতানাকে নিয়ে আন্তর্জাতিক লেখিকা
তসলিমা নাসরিন শেষ পর্যন্ত কলাম লিখলেন। তিনি বলেন, মুসলিম
শব্দটি পজিটিভ বাক্যে ব্যবহার
করা হোক। শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস
রুমানাকে বলেছেন "মুসলিম
কন্যার" সফলতা। তাতেই
অনেকে আপত্তি করেছে। সেই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া
ব্যক্ত করে বলেন, মুসলিম
কন্যা বলতে আপত্তি কোথায়?
মুসলিমদের মধ্যে সফলতার হার কম, মুসলিম
কন্যার সফলতা বলায় এই
সংখ্যা লঘু মুসলিম জনগোষ্ঠী অনুপ্রেরণা পাবে। তাই মুসলিম
শব্দটি পজিটিভ বাক্যে
ব্যবহার হোক।









কোন মন্তব্য নেই