দীননাথপুর আদর্শ গ্রামে কাছাড়ের প্রথম মহিলা বাজারের উদ্বোধন করলেন জেলা শাসক কীর্তি জাল্লি
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ কাটিগড়া বিধানসভার দিনানাথপুর চা বাগিচা আদর্শ গ্রামে শুক্রবার একটি মা-মনি মহিলা বাজারের উদ্বোধন করলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জাল্লি। গড়েরভিতর গাও পঞ্চায়েতের দিনানাথপুর চা বাগিচা গ্রামে মহিলা এসএইচজি গ্রুপের উদ্যোগে দিনানাথপুর এলাকায় উৎপাদিত পুষ্টিকর ফলমূল শাক সব্জি বিক্রির জন্য এই বাজার কেন্দ্রটি উদ্বোধন করা হলো। এই বাজারের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল দশ লক্ষ টাকা।উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় বিভিন্ন বিভাগের কনভারজেন্স প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর শাক সব্জি এবং ফলমূল উৎপাদন করে কাছাড় জেলা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে স্কচ পুরস্কার হিসেবে রৌপ্য পদক লাভ করে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে দিনানাথপুর চা বাগিচা গ্রামে বাস্তবায়িত প্রকল্প থেকে উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য শুক্রবার বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ডিসি অফিসের প্ল্যানিং এন্ড ট্রানসফর্মেশন শাখা। দিননাথপুর চা বাগিচা আদর্শ গ্রামের মা-মনি বাজারকে কাছাড় জেলার প্রথম মহিলা বাজার বলে আক্ষায়িত করেন জেলা উপায়ুক্তা কীর্তি জাল্লি। গ্রামের গরিব
মহিলাদের কৃষিকাজের দ্বারা উৎপাদিত শাখ সব্জি ফল মূল বিক্রি করে স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হয় এই বাজার। এই বাজারে শুধু মহিলারাই উৎপাদিত সামগ্রী বিক্রি করবেন বলে জেলাশাসক মহোদয়া উনার বক্তব্যে নির্দেশ দেন। আদর্শ গ্রামে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হলেও ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আদর্শ গ্রামের গেটের কাজ আজও অধরা। এছাড়াও পুষ্টিকর ফলমূল, শাক সব্জির উৎপাদনে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে স্কচ পুরস্কার হিসেবে রৌপ্য পদক লাভ করলেও এই গ্রামের পুষ্টি বাগানগুলির তেমন ভালো ফলাফল লক্ষ্য করা যায়নি। উল্লেখ্য, এই মডেল ভিলেজেই কিছুদিন আগে বেহাল রাস্তার কারণে অ্যাম্বুল্যান্স পৌঁছতে না পারায় করোণা আক্রান্ত একজন রোগীকে এক কিলোমিটার সাইকেলে করে ১০৮ এ উঠান অ্যাম্বুল্যান্স চালক আব্দুল উদ্দিন লস্কর। যা জাতীয় স্তরের সংবাদ শিরোনামে প্রকাশিত হয়।
কোন মন্তব্য নেই