Header Ads

বিজেপি সরকারের দু’মাসের পূর্তির দিনে উপজাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণ বিভাগের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অমল গুপ্ত, গুয়াহাটি : আজ বিজেপি সরকারের দ্বিতীয়  মাস পূর্ণ হল। এই দিবস উপলক্ষ্যে বিশেষ  ক্যাবিনেট কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা  লাল ফিতার  বাঁধন হালকা করতে বেশ  কিছু  প্রশাসনিক  সংস্কারের কথা  ঘোষণা করেন। এবার  থেকে কোটির তলে প্রকল্পের অনুমোদন  দিতে পারবেন বিভাগীয় মন্ত্রী।কোটি থেকে কোটি মুখ্যসচিব অনুমোদন দেবেন।  কোটির বেশী থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ক্যাবিনেটের অনুমোদন  নিয়ে স্ট্যান্ডিং  ফিনান্স   কর্তৃপক্ষ   চূড়ান্ত করবে। প্রতি   শুরুবার  বৈঠকে বসবে। তিনি বলেন, একজন ডেপুটি সেক্রেটারি পদ সৃষ্টি করা হবে। তার ফলে ১০-১২ টি টেবিলে যেতে হবে না। লাল ফিতার  বাধাও  থাকবে না।  তিনি বলেন, অসমের  বড়ো কাছারিমরান, চা  উপজাতি গোষ্ঠী মোটক, রাভা মিসিং প্রভৃতি উপজাতি গোষ্ঠীর ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস , পরম্পরা রক্ষার জন্যে এক নতুন বিভাগ  চালু  করা হবে। খিলঞ্জিয়া ধর্মীয়  পরম্পরা সংস্কৃতি  বিশ্বাস সংরক্ষ বিভাগ নামে  নতুন বিভাগ চালু হবে। এর  জন্যে পৃথক বাজেট  থাকবে। মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক  সম্মেলনে আলফার সঙ্গে আলোচনা  প্রসঙ্গে বলেন, আলফার নেতা পরেশ বড়ুয়া  সার্বভৌমত্ব ছাড়া আলোচনাতে রাজি নন। কেন্দ্রিয় সরকারও এই শর্ত মানবে না।  তাই মধ্যপন্থা খুঁজে বার করতে হবে। আলফার  ভূমিকাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। বলেন,  বিভিন্ন পক্ষ আলোচনা   চালাচ্ছে। মিজোরাম  নাগাল্যান্ডের সঙ্গে অসমের সীমান্ত সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, সংবিধানিক  সীমা মেনে রাজ্য  পুলিশ ব্যবস্থা নিচ্ছে। করোনা  পরিস্থিতি নিয়ে বলেন, সাত জেলাতে কন্টেন্টমেন্ট  জোনে আছে। সংক্রমণ কমছে না। গুয়াহাটি মহানগরের অবস্থা ভালো নয়। প্রতিদিন ২৫০ জনের বেশি সংক্রমণ হলে  আবার কন্টেন্টমেন্ট  জোন  ঘোষণা ছাড়া  উপায় থাকবে না, তবে এত বড়  শহর  ব্যবসা  প্রতিষ্ঠান  রুজি রোজ কারের ব্যাপার   তাই চিন্তা ভাবনা করে এগোতে হবে। বলেন, বরাকের অবস্থা  ভালো হয়েছে। ধুবুড়ি গোয়ালপাড়া জেলা ভালো হয়েছে। প্রসঙ্গত,  সাত জেলাতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বোকাখাতের অবস্থা খারাপ জেনে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীকে  পাঠানো হয়েছে। বোকাখাত জামুগুরিহাট  সি আর পি এফের ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.