কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল
নয়া দিল্লিঃ নরেন্দ্র
মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন। দ্বিতীয়বার জিতে আসার পরে সবচেয়ে
বড় রদবদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবারের মন্ত্রিসভায় একেবারে তরুণ
মুখগুলিকে জায়গা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। বাংলা থেকেও কয়েকজন তরুণ বিজেপি নেতা-মন্ত্রী হতে পারেন। এছাড়াও বেশ কয়েকটি রাজ্য
থেকে তরুণ মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। ২০২৪ সালের দিকে তাকিয়েই
এই রদবদল বলে মনে করা হচ্ছে।
একনজরে দেখে নেওয়া যাক এই রদবদল-
মিনিস্ট্রি
অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনসের দায়িত্বে নরেন্দ্র মোদী।
অনুরাগ
সিং ঠাকুর হলেন যুব কল্যাণ মন্ত্রী।
প্রধানমন্ত্রীর
দায়িত্বে মিনিস্ট্রি অব পার্সোনাল গ্রিভেন্স অ্যান্ড পেনশনের দায়িত্ব রয়েছে। বাকি
মন্ত্রীদের দায়িত্বে ভাগ করা হল আজ।
আইন
মন্ত্রী হলেন কিরেণ রিজিজু।
জন
বার্লা পেলেন সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ।
সুভাষ
সরকার পেলেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ।
মোদী
মন্ত্রিসভার এই সর্ব কনিষ্ঠ সদস্য নিশীথ প্রামাণিক পেয়েছেন অমিত শাহের ডেপুটির পদ।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ পেলেন।
কেন্দ্রীয়
জাহাজ বিষয়ক প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর।
আবাসন ও
নগরোন্নয়ন পেলেন হরদীপ সিং পুরী। এই মন্ত্রকের সঙ্গে মিশে রয়েছে পেট্রোলিয়াম
মন্ত্রক।
আইআইটির
প্রাক্তনী অশ্বিনী বৈষ্ণু পেলেন রেল মন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রকের
নয়া মন্ত্রী হলেন মনসুখ মান্ডিয়া।
বিজ্ঞান
ও প্রযুক্তি মন্ত্রক নিজের হাতে রাখলেন প্রধানমন্ত্রী মোদী। অমিত শাহ সামলাতে
চলেছেন মিনিস্ট্রি অফ কো অপরেশনের দায়িত্ব।
জ্যোতিরাদিত্য
সিন্ধিয়া পেলেন অসামরিক বিমান পরিবাহন মন্ত্রকের দায়িত্ব। অমিত শাহ হাতে রাখলেন
মিনিস্ট্রি অফ কোঅপরেশন নামের নতুন মন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্র প্রধান পেলেন
শিক্ষা মন্ত্রক। বাড়তি দায়ত্ব হিসাবে মিনিস্ট্রি টেক্সটাইল পেলেন পীযূষ গোয়েল।
যে
সমস্ত মন্ত্রীদের উচ্চপদে আসীন করে রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেওয়া হল। মোদী মন্ত্রিসভায় যে সমস্ত নেতারা পেলেন জায়গা।
একনজরে কিছু হেভিওয়েট মুখ। শপথবাক্য
পাঠ সম্পন্ন হতেই রাষ্ট্রপতি ভবনের সভাস্থল থেকে একে একে বেরিয়ে আসেন রাষ্ট্রপতি
থেকে প্রধানমন্ত্রী। মোদী
মন্ত্রিসভরা কনিষ্ঠ সদস্য হিসাবে শপথ পাঠ নিশীথ প্রামাণিকের। তাঁর বয়স ৩৫ বছর।
তিনি কোচবিহার থেকে প্রথমবার মন্ত্রী হলেন।
শপথ পাঠ
করলেন উত্তরবঙ্গের জন বার্লা। তিনি শপথ পাঠ করেছেন হিন্দিতে মতুয়া নেতা তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর শপথ
বাক্য পাঠ করলেন। তিনি শপথ পাঠ করেছেন ইংরেজিতে।
ভগবত করাদ শপথ পাঠ করছেন। তিনি বাঙালি হিসাবে পরিচিত হলেও, তিনি
মহারাষ্ট্র থেকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি পেশায় চিকিৎসক।
বিজেপি
সাংসাদ সুভাষ সরকার, তিনি
বাঁকু়ার সাংসদ, তিনি পেশায় চিকিৎসক।
ত্রিপুরা
থেকে প্রতিমন্ত্রী হিসাবে শপথ পাঠ করলেন বিজপি নেত্রী প্রতীমা ভৌমিক।
এদিন ৩৬
জন নতুন মন্ত্রী যোগ দিচ্ছেন মোদীর মন্ত্রিসভায়।
মীনাক্ষী
লেখি, বিজেপি নেত্রী তথা আইনজীবী হিসাবে রয়েছে
তাঁর পরিচিতি।
অনুরাগ
ঠাকুর, মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দর
যাদব শপথ বাক্য পাঠ করে মন্ত্রী সভার দায়িত্ব পেলেন।
কিষেণ
রেড্ডি, তিনি অমিত শাহরে দফতর স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী
ছিলেন। খবর লেখা অবধি জ্যোতিরাদিত্য
সিন্ধিয়া শপথ বাক্য পাঠ করতেই মধ্যপ্রদেশে সিন্ধিয়া অনুগামীরা হইচই শুরু করে দেয়।
কোন মন্তব্য নেই