Header Ads

মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার উপস্থিতিতে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠক

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ এখন থেকে কার্যকরী হওয়া রাজ্যের সকল সরকারি কার্যসূচি তথা বৈঠক জাতীয় সংগীত দিয়ে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এখন থেকে প্রতিটি সরকারি সভা, অনুষ্ঠানে অসমের হাতেবোনা গামোছা ব্যবহার করার জন্য ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। এরকম সরকারি সভা, অনুষ্ঠানগুলিতে পরম্পরাগত খাদ্য ব্যবহার করা হবে৷ রাজ্যের আত্মসহায়ক মহিলাগোটসমূহ যাতে প্ৰস্তুত করা খাদ্য বিক্ৰীর সুবিধা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়৷

বৈঠকে গ্ৰহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্ৰতিবছর দেশভক্ত তরুণরাম ফুকনের মৃত্যু দিবস ২৮ জুলাই দিনটিতে দেশভক্তি দিবসহিসাবে উদ্‌যাপন করা হবে। রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে প্ৰতিটি জিলাতে ও রাজ্যিক পৰ্যায়ে বৰ্ণাঢ্য কাৰ্যসূচী দিয়ে এই দিবস পালন করা হবে৷

বৈঠকে গ্ৰহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্ৰতিবছর অসমের প্ৰথম এবং প্রাক্তন মুখ্যমন্ত্ৰী গোপীনাথ বরদলৈয়ের মৃত্যু দিবস ৫ আগষ্ট দিনটিতে কৰ্মচারী দিবসরূপে পালন করা হবে। এই দিবসের সঙ্গে সংগতি রেখে কৰ্মক্ষেত্ৰে দক্ষতা ও পারদৰ্শিতা প্ৰদৰ্শন করা পাঁচজন কৰ্মচারীকে জিলা পৰ্যায়ে ও দশজন করে কৰ্মচারীকে রাজ্যিক পৰ্যায়ে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাবিনেট বৈঠকে৷ পুরস্কারপ্ৰাপ্ত কৰ্মচারীদের সরকারি কাৰ্যকাল এক বছর করে বৃদ্ধি করা হবে।

যে কয়টি জিলায় সম্পূৰ্ণ কণ্টেইনমেণ্ট জোন ঘোষণা করা হয়েছে সেই জিলাগুলির সংশ্লিষ্ট মন্ত্ৰী ও সচিবরা কার থেকে তিন দিনের জন্য সেই জিলাগুলিতে ভ্ৰমণ করে পরিস্থিতি পৰ্যবেক্ষণ করে প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করবে৷ 

টেট প্ৰমাণ পত্ৰের ম্যাদ জীবনজোরা করা হবে৷ প্ৰাৰ্থীরা নিজের ফলাফল উত্তীৰ্ণ করার জন্য পরীক্ষায় পুনরায় অবতীৰ্ণ হতে পারবে৷ অবশ্য চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্ৰে বয়সের ঊদ্ধসীমা প্ৰযোজ্য হয়ে থাকবে৷


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.