মানবাধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামীর মৃত্যু, আমাদের প্রতিবাদের সব ভাষাকে স্তব্ধ করে দিল
কলকাতা : গত ৫ জুলাই, ২০২১ জেল হেফাজতেই মৃত্যু
হয় বছর ৮৪র মানবাধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামীর। গত বছরের অক্টোবরে ইউএপিএ-তে
গ্রেফতার করা হয় তাঁকে। সেসময় তিনি প্রচন্ড অসুস্থ ছিলেন। মিথ্যা মামলায় গ্রেফতার করে তিলে তিলে খুন করা
হয় অসুস্থ পার্কিনসন রোগে আক্রান্ত বৃদ্ধ এই মানবাধিকার কর্মীকে! এই অভিযোগে এবং তাঁর মৃত্যুর বিচারের দাবীতে আজ ৬ ই জুলাই ২০২১
"বাঙালী ছাত্র-যুব সমাজে"র পক্ষ থেকে ভার্চুয়াল এক সভার আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস, সদস্য- সৌরভ
মালিক, পার্থ রায়, মদন পাত্র। সমগ্র
অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে পরিচালনা করে কৌস্তভ বিশ্বাস। তপোময় বিশ্বাস
বলেন, বর্তমানে দেশজুড়ে ফ্যাসিস্ট রাজ কায়েম হয়েছে,অঘোষিত জরুরি
অবস্থা চলছে। রাজশক্তির অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুখ খুললেই দেগে দেওয়া হচ্ছে
দেশদ্রোহী, মাওবাদীর তকমা। তারপরেই তার উপর চলছে অকথ্য
অত্যাচার-নিপীড়ন। সেই অত্যাচারের ই বেদনাদায়ক উদাহরণ স্ট্যান স্বামীর মৃত্যু।
আদিবাসীদের অধিকারের লড়াইয়ে সর্বদা তাঁর জীবন ছিল নিবেদিত। মাওবাদী তকমা দিয়ে গরিব
আদিবাসীদের উপরে সরকারি নিরপত্তা বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে স্ট্যান স্বামী জনমত গঠন করেছিলেন। এই অপরাধেই তাঁকে জেলে পুরেছিল কেন্দ্রীয়
তদন্তকারী সংস্থা এন আই এ। গত মে মাসেও স্ট্যান স্বামী নবি
মুম্বইয়ের তালোজা জেল থেকে ভিডিও মাধ্যমে হাইকোর্টের বিচারপতিকে জোড় হাতে কাঁপতে
কাঁপতে বলেছিলেন, 'জেলে তাঁর শরীর দ্রুত খারাপ হচ্ছে, তাঁকে যদি
অন্তর্বর্তী জামিন না দেওয়া হয় তাহলে তিনি মারা যাবেন।' তাও তাঁকে জামিন
দেওয়া হয়নি। প্রথম দিকে তাঁকে চশমাও ব্যবহার করতে দেওয়া হয়নি, চশমা ছাড়া তিনি
কার্যত অন্ধ। পরে অবশ্য হাইকোর্টের নির্দেশ সেটি ফিরে পেয়েছিলেন। এইরকম অমানবিক
অত্যাচারের ফলেই মারা গেছেন স্ট্যান স্বামী। আমরা পরিষ্কারভাবে বলছি এই মৃত্যু
সাধারন মৃত্যু নয়, পরিকল্পিত ভাবে রাষ্ট্রশক্তি কায়েম করে খুন। এই
খুনের বিচার চাই আমরা। বর্তমান পরিস্থিতিতে আমরা সর্বস্তরের বাঙালীদের কাছে আবেদন
রাখছি- স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ হোন। বাঙালীই
পারবে ভারতে নতুন মুক্তির সূর্য উদিত করতে। বাঙালীর আন্দোলনেই ল্যাজ গুটিয়ে পালিয়ে
ছিল ইংরেজ, অবিলম্বে এই ফ্যাসিস্ট রাজ বন্ধ না হলে আবার
শুরু হবে বাঙালীর ঐক্যবদ্ধ আন্দোলন। সাবধান ফ্যাসিস্ট সাবধান।
কোন মন্তব্য নেই