উপজাতি জনগোষ্ঠীর স্বকীয় বৈশিষ্ট সুরক্ষা দিতেই পৃথক বিভাগ
অমল গুপ্ত, গুয়াহাটিঃ আজ
বিধানসভায় জিরাে আওয়ারে রমেন্দ্র নারায়ণ কলিতার এক নােটিশের জবাবে মুখ্যমন্ত্রী
উপজাতি গােষ্ঠীর জীবন জীবিকা, ভাষা-কৃষ্টি-সংস্কৃতির নানা তথ্য তুলে ধরে বলেন,
আজ বিভিন্ন বৃহত্তর জনগােষ্ঠীর আগ্রাসনের ফলে এই ক্ষুদ্র উপজাতি গােষ্ঠী
লুপ্ত হয়ে যেতে বসেছে। বলেন, মসজিদ, মন্দির
প্রতিষ্ঠা বৌদ্ধ মঠ তৈরির ক্ষেত্রে সারা দেশেই আর্থিক সাহায্য পাওয়া যায়। কিন্তু
এইবড়াে জনগােষ্ঠীর বাথাে, মিসিং, কাৰ্বি
জনগােষ্ঠীর কোনাে ধর্মীয় স্থান প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের সহযােগিতা পাওয়া
যায়। তাদের নিজস্ব স্বকীয় বৈশিষ্ট আজ হারিয়ে
যেতে বসেছে। প্রকৃতির নিবীড় কোলে ও পরিবেশ জীব-জন্তুর সঙ্গে মিলেমিশে এই ক্ষুদ্র
উপজাতি গােষ্ঠীর জীবন আজ হুমকির মুখে। তাদেরকে রক্ষা করার তাগিদে সরকার নতুন
বিভাগের জন্ম দিয়েছে।
বিধানসভায়
হাফলঙের বিজেপি বিধায়িকা নন্দিতা গার্লোসা আজ বিধানসভায় ডিমা হাসাও জেলার
রাস্তা-ঘাটের দুরবস্থা তুলে ধরেন। তিনি বলেন, ডিমা
হাসাও জেলার প্রাকৃতিক মনােরম পরিবেশ পর্যটকদের ক্ষেত্রে আদর্শ স্থান, কিন্তু
রাস্তা-ঘাটের অভাবে পর্যটন ক্ষেত্রগুলির কোনাে উন্নতি হচ্ছে না। তিনি দ্য আসাম
ট্রিবিউন-এ প্রকাশিত গত ২৬ জুনের এক খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সরকারের কাছ
থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই খবরে বলা হয়েছিল ‘NHAI
okays Rs.1,823 crore road project in Dima Hasao' এই
প্রশ্নের জবাবে পূর্ত বিভাগের দায়িত্ব প্রাপ্ত মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা
নন্দিতার প্রশংসা করে বলেন, ডিমা হাসাও জেলার রাস্তাঘাট উন্নয়নে সরকারের
দৃষ্টি আছে। বরাক উপত্যকার সঙ্গে যােগাযােগ রক্ষাকারী জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ
সড়ক নির্মাণে প্রযুক্তিগত কারণে দেরি হচ্ছে। ৪৯ কিলােমিটার হারাঙ্গাজাও পথে কাজ
চলছে, হাজার কোটি টাকারও বেশি মঞ্জুর করা হয়েছে।
কিন্তু টোল প্লাজা ছাড়া কোনাে সড়ক উন্নয়ন সম্ভব নয়। বরাকবাসী শিলং হয়ে ঘুরে
গুয়াহাটি আসছে, নানা ঝুকি নিয়ে আসছে। তারপরেও টোল প্লাজা
নির্মাণের ক্ষেত্রে সহযােগিতা পাওয়া যাচ্ছে না। বলেন, সরকার
জরুরি ভিত্তিতে এই কাজগুলি করছে।
আজ
বিধানসভায় শিক্ষামন্ত্রী রণােজ পেগু সরকারের শিক্ষানীতি সম্পর্কে বলেন, মা-বাবার
সঙ্গে সন্তানেরা ঘরের মধ্যে যে ভাষায় কথা বলে সেই ভাষাকেই প্রাথমিক বিদ্যালয়ের
প্রাথমিক ভাষা হিসাবে গণ্য করে বিদ্যালয়ে প্রবর্তন করা হবে। চা-শ্রমিক গােষ্ঠী,
তিওয়া প্রভৃতি উপজাতি গােষ্ঠীর সন্তানেরা ঘরে এক ভাষা কথা বলে,
প্রাথমিক বিদ্যালয়ে অন্য ভাষা শিখতে বাধ্য হয়। এবার থেকে আপার
প্রাইমারী শ্রেণিগুলিতে অন্য ভাষা শিখলেও প্রাথমিক পর্যায়ে নিজস্ব ঘরােয়া ভাষায়
কার্যকরী করা হবে। শিক্ষক বদলিকরণ নীতি সম্পর্কে বলেন, নির্দিষ্ট
নীতির মাধ্যমে কিছু শর্ত আরােপ করে পাের্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে।
বিধানসভায়
রমাকান্ত দেউরির এক প্রশ্নের জবাবে সমতলীয় উপজাতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত
মন্ত্রী ডা. রণােজ পেগু জানান, বর্তমান আসামে ১৭টি ট্রাইবেল বেল্ট এবং ৩০টি
ট্রাইবেল ব্লক আছে। কমবেশি সব ট্রাইবেল বেল্ট বেদখল হয়ে গেছে। বরাক উপত্যকায় গত পাঁচ বছরে তৃতীয় ও চতুর্থ
শ্রেণির পদে কতজনকে চাকরি দেওয়া হয়েছে? জবাবে
নিয়ােগ এবং দক্ষতা বিকাশ মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি জানান, বিগত
পাঁচ বছরে তিনজন যুবককে বরাক উপত্যকা থেকে নিযুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন,
পঙ্কজ বুড়াগোঁহাই (জুনিয়র ইনস্টাক্টর আইটিআই শ্রীকোনা), রফিকুল
ইসলাম (ফার্মাসিস্ট আইটিআই, হাইলাকান্দি), ইয়াকুব
আলী খান (জুনিয়র অ্যাসিসস্টেন্ট, ডেপুটি ডিরেক্টর এমপ্লয়মেন্ট, এস এ
জোন, শিলচর)।
কোন মন্তব্য নেই