এন আর সি সমন্বয়ক হিতেশ দেবশর্মা কোন অধিকারে এন আর সি মামলায় পক্ষ হলেন? প্রশ্ন সি আর পি সি-র
শেখর দে, সাধারণ সম্পাদক সি আর পি
সি
বলেন, তারা দেখতে পেলেন অসমের এন আর সি সমন্বয়ক হীতেশ দেবশর্ম্মা সুপ্রিম
কোর্টে চলা এন.আর.সি সংক্রান্ত মামলার পক্ষ হয়েছেন। নাগরিক অধিকার রক্ষা কমিটি, অসম-এর সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা ও সচিব প্রধান সাধন
পুরকায়স্থ এই ব্যাপারে হীতেশ দেবশর্ম্মার পক্ষ হওয়া অনাধিকার প্রবেশ বলে মন্তব্য
করেন। হীতেশ দেবশর্ম্মা অসম সরকারের নিযুক্ত প্রাপ্ত একজন অফিসার। কোন অধিকারে
তিনি বলতে পারেন একশ শতাংশ নাগরিকপঞ্জীর ভেরিফিকেশন করা হবে? এই কথা তিনি সুপ্রিম কোর্টে বলার কে অধিকার দিয়েছে? এদিকে, অসম সরকার সীমান্ত এলাকায় ২০% ও অন্যান্য জায়গায় ১০%
পুনরায় ভেরিফিকেশনের কথা বলেছেন। সীমান্তবর্তী জেলা ও অন্যান্য জেলায় পুনরায়
ভেরিফিকেশনের অর্থ হল, মানুষকে আবার চূড়ান্ত হয়রানির
মধ্যে ফেলে দেওয়া নাগরিকপঞ্জী নবায়নের সময় অসমে ৭০ জন লোক বিভিন্নভাবে প্রাণ
হারিয়েছেন। কে আত্মহত্যা করেছেন, কে হৃদরোগ বা পক্ষাঘাতে মারা গিয়েছেন। আবার সেই আতঙ্কের
পরিবেশ তৈরি করা হচ্ছে। সি.আর.পি.সি দাবি রাখছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে
তালিকা চূড়ান্ত বলে প্রকাশ করা হয়েছে। নাগরিকপঞ্জীর সেই তালিকা সরকারিভাবে ঘোষণা করে
নাগরিক কার্ড প্রদান করা হোক। বাকি যে ১৯ লক্ষের নাম আসেনি তাদের নাম অতিসত্ত্বর
প্রয়োজনীয় ভেরিফিকেশনের মাধ্যমে নাগরিকপঞ্জীতে অন্তর্ভুক্ত করা হোক। আর যদি কাহারও
নাম সন্দেহজনক বা ভূলবশত নাগরিকপঞ্জীতে উঠে থাকে তবে তার জন্য ট্রাইব্যুনাল আছে।
তার জন্য তিন কোটির অধিক লোককে এইভাবে সন্দেহজনক করে ঝুলিয়ে রাখা দেশের প্রচলিত
আইন বিরুদ্ধ বলে সি আর পি সি মনে করে।
আমরা অবিলম্বে নাগরিকপঞ্জীর জটিলতা দূর করে সুপ্রিম কোর্টের
আদেশে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাকে চূড়ান্ত বলে মেনে নিতে
সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখছি।
কোন মন্তব্য নেই