কান্দির এস ডি ও কে সম্মান জানাল শতবর্ষের পথে "কান্দি বান্ধব"
নয়া
ঠাহর  প্রতিবেদন, কলকাতা : মুর্শিদাবাদ
জেলার   অন্যতম  গর্ব 
বাংলা সংবাদপত্র  'কান্দি
বান্ধব"। কান্দির মত এক  ছোট শহর থেকে নানা ঘাত প্রতিঘাত অতিক্রম
করে শত বর্ষের ডোর গোড়ায় পৌঁছেছে। শতবর্ষ   উপলক্ষ্যে 
 জেলার কৃতি  সন্তানদের  সম্মান 
জানাবে এই পত্রিকাগোষ্ঠী  কান্দির
মহকুমাধিপতি   বা এস ডি ও  নবীন
কুমার চন্দ্রকে  সম্প্রতি  সম্মান
জানান হয়। কান্দি বান্ধবের মুখ্য 
সম্পাদক নব
কুমার মুখার্জী  কান্দি   এস ডি ও  অফিসে এই সম্মান জানান। তার
হাতে এক সার্টিফিকেট তুলে দেওয়া হয়।  নব
কুমার মুখার্জী কান্দি রেড ক্রস  শাখার অন্যতম কর্মকর্তাও।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃন্ময় ঘোষ, ত্রিলক কুমার পাল প্রমুখ।
 









 
   
   
 
 
 
 
কোন মন্তব্য নেই