Header Ads

দেশে করোনা কমলেও মানুষ কোভিড বিধি মানছে না

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে কোভিড ১৯ সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও  মানুষের ভুলের জন্য আবার ভয়ানক হতে পারে। দেশে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪১ হাগারব ৫০৬ জন, মৃত্যু হয়েছে ৮৯৫ জন। অসমের পরিস্থিতি ভালো নয়। নতুন করে আক্রান্তের সংখ্যা হাজার ৩৯১ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। গুয়াহাটি মহানগরে আক্রান্ত হয়েছে ২২৮ জন। মুখ্যমন্ত্রী হিমন্ত  বিশ্ব শর্মা  গুয়াহাটিবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, আক্রান্তের সংখ্যা ২৫০ সংখ্যা ছাড়ালে আবার কন্টেনমেন্ট জোন ঘোষণা ছাড়া উপায় থাকবে না। এদিকে অসমে জেলাতে কন্টেনমেন্ট জোন ঘোষণার পরও মানুষ দলবেঁধে পথে নামছে। শেষপর্যন্ত  সি আর পি-  ফ্লাগ মার্চ  চলছে। আধাসামরিক বাহিনীকে পথে নামানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.